Current Bangladesh Time
শনিবার ডিসেম্বর ২, ২০২৩ ৫:০৭ অপরাহ্ন
Barisal News
Latest News
প্রচ্ছদ » বরগুনা, বরগুনা সদর » বরগুনায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে সবজি
২১ নভেম্বর ২০২৩ মঙ্গলবার ৪:১২:১৪ অপরাহ্ন
Print this E-mail this

বরগুনায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে সবজি


উপকূলীয় জেলা বরগুনায় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে সবজি খেতের। পঁচনের হাত থেকে রক্ষা পেতে নির্ধারিত সময়ের আগেই বিক্রয় যোগ্য শাকসবজি বাজরে তুলেছেন সাধারণ কৃষকরা। এতে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে কমেছে শাকসবজির দাম। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে বরগুনা পৌর-শহরের সবজি বাজার ঘুরে দেখা যায়, গত চার পাঁচদিনের তুলনায় প্রায় ত্রিশ থেকে চল্লিশ টাকা কমিয়ে প্রতি কেজি শাকসবজি বিক্রি করছেন ব্যবসায়ীরা।

দেখা যায়, ক্রেতাদের চাহিদার তুলনায় শাকসবজির সরবরাহ অনেক বেশি। স্থানীয় কৃষকদের উৎপাদিত শাকসবজি দ্রুত বাজারে আসায় বেড়েছে এ সরবরাহ। প্রতিটি শাকসবজির দাম কমে প্রায় অর্ধেক মূল্যে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

বর্তমানে বাজারে প্রতি কেজি শিম ৬০ টাকা থেকে কমে ৪০ টাকা, বিট কপি ৬০ টাকা থেকে কমে ৩৫ টাকা, বাঁধাকপি ৫০ টাকা থেকে কমে ৪০ টাকা, করল্লা ৮০ টাকা থেকে কমে ৫০ টাকা, বেগুন ৫০ টাকা থেকে কমে ৩০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা থেকে কমে ১০০ টাকা, লালশাক ৬০ টাকা থকে কমে ২০ টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

বরগুনা সবজি বাজারের ব্যবসায়ী সোহেল রানা বলেন, ঘূর্ণিঝড়ের ফলে অনেক কৃষকের জমির শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কৃষকরা বিক্রি যোগ্য শাকসবজি বাজারে নিয়ে এসেছে। এতে সরবরাহ বেড়ে যাওয়ায় কম দামে কিনে আমরা কম দামে বক্রি করতে পারছি। আরেকজন ব্যবসায়ী ইদ্রিস বলেন, বর্তমানে দাম কমলেও সরবরাহ কমে গিয়ে বাজার আবার স্বাভাবিক হলে দাম বেড়ে যাবে।

আবুল হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, সম্পূর্ণ ক্ষতির হাত থেকে রক্ষা পেতে বন্যায় ক্ষতি হওয়া পঁচনশীল শাকসবজি দ্রুত বাজারে নিয়ে এসেছেন কৃষকরা। অনেক কৃষকের উৎপাদিত শাকসবজি একত্রে বাজারে আসায় হঠাৎ দাম কমে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের পাশে আছে জানিয়ে উপপরিচালক আবু সৈয়দ জোবায়েদুল আলম বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বরগুনায় ২৬৯ হেক্টর জমির মধ্যে ১৭৫ হেক্টর জমিতে চাষ করা শাকসবজির ক্ষয়ক্ষতি হয়েছে। যে সব সবজি চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সঠিক পরামর্শ এবং বরাদ্ধকৃত সরকারি প্রণোদনার মাধ্যমে ক্ষতি পুষিয়ে উঠতে কাজ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাজারে শাকসবজির সরবরাহ ভালো থাকায় দাম কিছুটা কমেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আজ পার্বত্য শান্তিচুক্তির ২৬ তম বর্ষপূর্তি
বিশ্ব ইতিহাসে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি একটি বিরল ঘটনা : প্রধানমন্ত্রী
পার্বত্য শান্তি চুক্তি শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত : রাষ্ট্রপতি
বরিশালে আ. লীগ প্রার্থীদের চেয়ে আলোচনার কেন্দ্রে দলের স্বতন্ত্ররা
দেশের সব থানার ওসি বদলির নির্দেশ ইসির
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com