Home » ভোলা » ভোলা সদর » ভোলায় সার কারখানা হলে আর আমদানি করতে হবে না: শিল্পমন্ত্রী
২৬ January ২০২৪ Friday ৪:২১:২৯ AM
ভোলায় সার কারখানা হলে আর আমদানি করতে হবে না: শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস মজুদ আছে। আর ভোলার গ্যাসের ওপর নির্ভর করে সারকারখানা হলে দেশের কৃষি খাতের জন্য ভালো হবে। আমাদের আর বিদেশ থেকে সার আমদানি করতে হবে না।
বৃহস্পতিবার দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাটসংলগ্ন এলাকায় সার কারখানার জন্য সম্ভাব্য স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী আরও বলেন, ভোলায় সার কারখানা স্থাপনের বিষয়ে পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করা হবে।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আরও বলেন, ভোলায় পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে। আর ভোলার গ্যাসের ওপর নির্ভর করে বড় বড় কোম্পানি শিল্প-কারখানা করতে শিল্প উদ্যোক্তারা ভোলায় আসতে শুরু করেছেন।
এ সময় বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
২৪ ঘণ্টায় বরিশালে ১০১ ডেঙ্গুরোগী ভর্তি, তরুণের মৃত্যু