Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় নিয়ন্ত্রণহীন মোটরসাইকেলের সঙ্গে গাছের ধাক্কায় যুবকের মৃত্যু
৯ February ২০২৪ Friday ৮:১৪:১৮ PM
কলাপাড়ায় নিয়ন্ত্রণহীন মোটরসাইকেলের সঙ্গে গাছের ধাক্কায় যুবকের মৃত্যু
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মো. সুমন মোল্লা (২৪) নামের এক যুবকের মুত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে। আহত হয়েছে নাচনাপাড়া বঙ্গবন্ধু কলোনীর আবুবক্কর সিদ্কি এর ছেলে মোটরসাকেল চালক মো. শাহদাৎ হোসেন আপন। নিহতহ সুমন মোল্লা উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিমলোন্দা গ্রামের মো. খোকন মোল্লার ছেলে। সে কলাপাড়া পৌরশহরে মাংস বিক্রেতা মো. কাইউম মিয়ার দোকানের কর্মচারি হিসেবে কর্মরত ছিলো। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানাগেছে, দোকানের জন্য গবাদি পশুর জন্য নাচনাপাড়া টেন্ডলের ঘোঁজা নামক স্থানে তার সহযোগি মো. শাহদাৎ হোসেনের সঙ্গে মোটরসাইকেল যোগে যাচ্ছিল। পথিমধ্যে চালক মো. শাহদাৎ হোসেন মোটরসাইলের নিয়ন্ত্রনে রাখতে না পারায় রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্ক খায়। গুরুতর আহত অবস্থায় শাহদাৎ হোসেনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মো. সুমন মোল্লার মৃত্যুকে মৃত্যু ঘোষনা করে। আপন কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে কলাপাড়া থানার ওসি মো.আলী আহম্মেদ বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যস্থা গ্রহন করা হবে। #
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কক্ষ ভেঙে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নিলো সহপাঠীরা
ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে : পটুয়াখালীতে ইসি মাছউদ
বিসিসির আড়াই কোটি টাকার সিসি ক্যামেরা অন্ধ, ভরসা পুলিশের চোখে