বুধবার ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবারও ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) হঠাৎ মাঠে ফিরলেন মাশরাফী বিন মোর্ত্তজা। ফিরেই চমকে দিয়েছেন সবাইকে। রাজনীতি মাঠ থেকে খেলার মাঠে ফিরেই শিকার করেছেন ৫ উইকেট।
সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে ডিপিএলের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মাশরাফীর দল লিজেন্ডস অব রূপগঞ্জ। এরই মধ্যে ৫ উইকেট শিকার করেছেন মাশরাফী। ৮ ওভার বোলিং করে খরচ করছেন মাত্র ১৯ রান। এ নিয়ে লিস্ট এ ক্রিকেটে অষ্টমবারের মতো পাঁচ উইকেট শিকার করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রীতম কুমার, সাব্বির শিকদার, ফয়সাল রায়হান, মইন খান ও যুব দলের অধিনায়ক মাহফুজুর রাব্বীকে একে একে সাজঘরে ফেরান ডানহাতি এই পেসার। তাতে মাত্র ২৮ ওভারে ১১৪ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ফেলে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
এর আগে গত গত ৩০ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেন জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পাওয়া মাশরাফী। এর পর থেকে জাতীয় সংসদ অধিবেশন ও নিজ আসন নড়াইল-২ এলাকার রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করেন তিনি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)