Current Bangladesh Time
Monday March ২৪, ২০২৫ ১১:৫১ AM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে ঝোপের মধ্যে মিলল একদিনের নবজাতক
২৭ March ২০২৪ Wednesday ৭:৫০:৫৮ PM
Print this E-mail this

গৌরনদীতে ঝোপের মধ্যে মিলল একদিনের নবজাতক


গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশালের গৌরনদী উপজেলার একটি ঝোপের মধ্য থেকে একদিন বয়সী নবজাতক উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল সড়কের রাবেয়া ফজলে করিম মহিলা কলেজ গেট সংলগ্ন একটি ঝোপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

বাটাজোরের বাসিন্দা আব্দুল হাকিম বলেন, রাতে স্থানীয় শয়ন সরদারসহ আমি বাসায় ফেরার পথে বাটাজোর রাবেয়া ফজলে করিম মহিলা কলেজ সংলগ্ন এলাকায় ঝোপ থেকে কান্না আওয়াজ শুনতে পাই। এরপর কান্নার উৎস খুঁজতে গিয়ে ঝোপের মধ্যে কাঁথায় মোড়ানো একটি নবজাতক কন্যাকে দেখতে পাই। পরে নবজাতককে উদ্ধার করে বাটাজোর বন্দরে নিয়ে এসে গৌরনদী মডেল থানা-পুলিশকে খবর দেই।

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম বলেন, নবজাতক শিশুটিকে কে বা কারা ঝোপের মধ্যে ফেলে রেখে গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌকির আহমেদ বলেন, শিশুটি শারীরিক অবস্থা ভালো ছিল না। তবে চিকিৎসায় এখন সুস্থ্য হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে আগৈলঝাড়া ছোটমনি নিবাসে হস্তান্তর করা হয়েছে।

আগৈলঝাড়া ছোটমনি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক সুশান্ত বালা বলেন, কুড়িয়ে পাওয়া একদিনের নবজাতক আজকে আমরা গৌরনদী থানা থেকে দায়িত্ব বুঝে নিয়েছি।

গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজাহারুল ইসলাম বলেন, ঝোপের মধ্যে কারা নবজাতক ফেলে রেখে গেছেন তা শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে। আশা করছি দ্রুতই অপরাধী শনাক্ত করা যাবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পায়রা সমুদ্র বন্দর অর্থনীতির বিষফোঁড়া: পরিকল্পনা উপদেষ্টা
লিঙ্গ ভিত্তিক সহিংসতা বাড়লে, এইচআইভি’র ঝুঁকিও বাড়বে- ব্রিঃজেঃ মশিউল মুনীর
হাসনাত আব্দুল্লাহর বক্তব্য ‘অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ব গল্পের সম্ভার’: বিবৃতিতে সেনাসদর
অনলাইন পোর্টালের জন্য গণমাধ্যম সংস্কার কমিশনের ৭ সুপারিশ
পবিপ্রবি শিক্ষক ড. সন্তোষ কুমার বসু সাময়িক বরখাস্ত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com