Home » পটুয়াখালী » বাউফল » বাউফলের তেঁতুলিয়ায় অবৈধ বেহুন্দি জাল দিয়ে মাছ শিকার ১৪ জেলে আটক
৩০ March ২০২৪ Saturday ৭:২৭:৫৮ PM
বাউফলের তেঁতুলিয়ায় অবৈধ বেহুন্দি জাল দিয়ে মাছ শিকার ১৪ জেলে আটক
কৃষ্ণ কর্মকার,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে অবৈধ বেহুন্দি জাল দিয়ে মাছ ধরার দায়ে ১৪ জেলেকে আটক করেছে নৌ পুলিশের একটি দল। তাদের মধ্যে ১১ ব্যক্তিকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড ও ২ ব্যক্তিকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা ও ১ জন কিশোর হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী।
দন্ডিত জেলেরা হলেন মো. শামিম হোসেন (২৫), মো. বজলুর রহমান (২১), মো. আলমগীর হোসেন (৪২), মো. আলমগীর (৪৮), মো. মাসুদ মিয়া (৩২), মো. রায়হান (১৯), মো. আল আমিন (৩২), আবুল কাশেম (৬০) মোহাম্মদ আমিন (৪৫), মো. ছবু মিয়া (৪০) ও আবদুর রহিম (৩২)। অপরদিকে মো. সুজন (২২) ও মো. রাকিবকে (২১) পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করে এবং মো. নাহিদ (১৭) কিশোর হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। তারা সবাই ভোলার লালমোহন এলাকার বাসিন্দা।
নৌ পুলিশ ও স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, তেঁতুলিয়া নদীর রিজির মায়ের ভাড়ানি এলাকায় ভোলা ও বাউফলের কতিপয় দাদন ব্যবসায়ীর ছত্রছায়ায় অসাধু জেলেরা বেপরোয়াভাবে দীর্ঘদিন থেকে অর্ধশতাধিক নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বিভিন্ন প্রজাতির মাছের রেনু শিকার করে আসছিলেন।
কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. লুৎফর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন,‘গোপন খবরে শনিবার ভোরে তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দÐিত ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পায়রা সমুদ্র বন্দর অর্থনীতির বিষফোঁড়া: পরিকল্পনা উপদেষ্টা