পিরোজপুরে ভ্রাম্যমাণ লাইব্রেরির ‘মাসিক আড্ডা’ অনুষ্ঠিত
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম এর পিরোজপুর ইউনিটের সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ‘মাসিক আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে।
ভ্রাম্যমাণ লাইব্রেরি বই পড়ানোর পাশাপাশি পাঠকদের চেতনাকে আরও সমৃদ্ধ ও সৃজনশীল চর্চা বৃদ্ধির লক্ষ্যে প্রতি মাসে ‘সাংস্কৃতিক আড্ডা’ করে থাকে।
আড্ডায় আলোকিত মানুষ হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি পিটিআই এর ইনস্ট্রাক্টর মো. আকবর হোসেন, পিরোজপুরের ইন্দুরকানী সরকারি কলেজের সিনিয়র প্রভাষক এ. কে.এম. মাসুদুজ্জামান, বরিশালের রানীরহাটের বেগম সামসুদ্দীন তালুকদার ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক দেবনাথ মন্ডল, পিরোজপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান নাজমুন্নাহার, মধ্য পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানাজ পারভীন।
ভ্রাম্যমাণ লাইব্রেরির সূচনা সংগীত ‘আলো আমার আলো’ এ গান দিয়ে আড্ডা শুরু করা হয়। অনুষ্ঠানে ভ্রাম্যমাণ লাইব্রেরি পিরোজপুর ইউনিটের লাইব্রেরি কর্মকর্তা এস. এম নাহিদুর রহমান বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠিত হয় আড্ডার মূল আকর্ষণ বিভিন্ন ইভেন্টসের প্রতিযোগিতা। ইসলামী সংগীত, উপস্থিত বক্তৃতা, বই আলোচনা, চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতায় ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠক ও সাধরণ মানুষ অংশগ্রহণ করে। ইভেন্টসে অংশ নেয়া বিজয়ীদের মূল্যবান বই উপহার দেয়া হয়।
উল্লেখ্য, সরকারি সরকারি গণগ্রন্থাগারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম আটক
শেখ হাসিনার নতুন ফোনালাপ ফাঁস, নিজেকে প্রধানমন্ত্রী দাবি
ঝালকাঠিতে আমুসহ ৪১ জনের নামে দ্রুতবিচার আইনে মামলা
তিন ভাই ও ভাগ্নেসহ বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলমের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যা চেষ্টার মামলা
বরিশালে পোস্টাল আবাসিক এলাকা থেকে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার