Home » জাতীয় » ঢাকায় ওভারব্রিজে আটকে গেলো উড়োজাহাজ!
১ April ২০২৪ Monday ১২:৩৭:১৭ PM
ঢাকায় ওভারব্রিজে আটকে গেলো উড়োজাহাজ!
রাজধানীর বিজয় সরণি থেকে মহাখালী অভিমুখী সড়কে ফুটওভারব্রিজে রোববার রাতে একটি উড়োজাহাজ আটকে যায়। এর ফলে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। বড় একটি ট্রাকে করে পুরাতন ওই উড়োজাহাজ নিয়ে যাওয়ার সময় এ বিপত্তি ঘটে। পরে উড়োজাহাজের লেজ খুলে নিলে সমস্যার সমাধান হয়।
রাত সোয়া ১০টার দিকে বিএএফ শাহীন কলেজের গেটের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি ট্রাকে (ট্রেইলার) করে পুরাতন উড়োজাহাজটি নেয়া হচ্ছিল। ওই উড়োজাহাজের দুই পাশের ডানাগুলো আগেই খুলে রাখা হয়েছিল। তবে উড়োজাহাজের লেজ আটকে যায় ফুটওভারব্রিজের সাথে। এতে ট্রাকটিও ফুটওভারব্রিজের নিচে আটকে থাকে।
নীল-সাদা রঙের ডরনিয়ার ২২৮ টার্বোপ্রপ বিমানের গায়ে লেখা ছিল বাংলাদেশ নেভি। ২০১৩ সালে নৌবাহিনীতে যে দু’টি মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফট যুক্ত করা হয়েছিল, এটি তার একটি।বাইরে থেকে দেখেই বোঝা যায় উড়োজাহাজটির কিছু অংশ আগেই খুলে রাখা হয়েছে। আটকে যাওয়ার কিছুক্ষণ পর একটি ফর্ক লিফট এনে কয়েকজন কর্মী উড়োজাহাজের লেজ খুলে ফেলেন। পরে ফুটওভারব্রিজের নিচ থেকে মুক্ত হয়ে সামনে এগোনোর সুযোগ পায় উড়োজাহাজবাহী ট্রাকটি। তবে এর আগেই দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা পাশ দিয়া যান চলাচলের ব্যবস্থা করে দেন। রাত সাড়ে ১০টার দিকে উড়োজাহাজ নিয়ে ট্রাকটি মহাখালীর দিকে চলে যায়।
বিএএফ শাহীন কলেজের নিরাপত্তাকর্মী মো: ওয়াহিদ বলেন, আধাঘণ্টার বেশি সময় উড়োজাহাজ আটকে ছিল।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শেখ হাসিনার নতুন ফোনালাপ ফাঁস, নিজেকে প্রধানমন্ত্রী দাবি
অন্তর্বর্তী সরকারের মেয়াদ ন্যূনতম ২ বছর হওয়া উচিত, মত সম্পাদকদের