Home » জাতীয় » কারিগরি বোর্ডের জাল সার্টিফিকেট তৈরি, কম্পিউটার বিশেষজ্ঞ গ্রেফতার
১ April ২০২৪ Monday ১:১৯:১৪ PM
কারিগরি বোর্ডের জাল সার্টিফিকেট তৈরি, কম্পিউটার বিশেষজ্ঞ গ্রেফতার
বিপুল পরিমাণ জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রধান কম্পিউটার বিশেষজ্ঞ শামসুজ্জামানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর আগারগাঁও এবং পীরেরবাগে যৌথ অভিযান পরিচালনা করে ডিবি।
ডিবি সূত্রে জানা গেছে, অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ও জাল সার্টিফিকেট, সার্টিফিকেট তৈরির যাবতীয় সরঞ্জামসহ শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে।
রোববার রাতে রাজধানীর আগারগাঁওয়ের নিজ বাসা থেকে তাকে ধরা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান জানান, দীর্ঘদিন ধরেই ৩০ থেকে ৫০ হাজার টাকায় কারিগারি শিক্ষাবোর্ডের সনদ বিক্রি করছিলেন তিনি।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, প্রতিষ্ঠানটির সার্ভার তার নিয়ন্ত্রণে থাকায় অনলাইনেও এসব সার্টিফিকেটের অস্বিত্ব পাওয়া যায়। শিক্ষাবোর্ড থেকে সনদ ছাপানোর অর্জিনাল কাগজ চুরি পর্যন্ত করেছেন তিনি। পরে ওইসব কাগজে সনদ ছাপিয়ে নির্দিষ্ট শিক্ষার্থীর কাছে বিক্রি করা হত। এ ঘটনায় বোর্ডের আর কারা কারা জড়িত আছেন, সে বিষয়ে তদন্ত হচ্ছে।
আটক ওই সিস্টেম অ্যানালিস্টের প্রকৌশলী একেএম শামসুজ্জামান বহুদিন ধরে অবৈধ সনদ আর মার্কশিট বানিয়ে সেসব শিক্ষাবোর্ডের অনলাইনে আপলোড করতেন তিনি।
এ চক্রে তার সাথে কাজ করাদের নিয়ে গত ২৪ মার্চ অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে একটি নিউজ টিভি চ্যানেল। তারপরই সে চক্রের সন্ধানে মাঠে নামে গোয়েন্দারা।
নিউজ টিভি চ্যানেলের অনুসন্ধানী ওই রিপোর্টে দেখানো হয়, অনলাইনে নানা পেইজ খুলে অবৈধ সনদের এ ব্যবসা চলছে। ঢাকা, চট্টগ্রাম, পাবনা ও কিশোরগঞ্জে এই চক্রের চারজনকে প্রমাণসহ সামনে আনে যমুনা নিউজ। সে সূত্র ধরেই কারিগরি শিক্ষাবোর্ডের সিস্টেম অ্যানালিস্টকে আটক করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত
সয়াবিন তেলের দাম বাড়লো ৮ টাকা
আগামী ১ জানুয়ারি বয়স ১৮ হলে ভোটার করে নেবে ইসি
বাজারে সয়াবিন তেলের ‘সংকট’, বিক্রি হচ্ছে বাড়তি দামে