এতে মোটর সাইকেল আরোহী রিফাত (২৬) নামের এক যুবক নিহত হয়েছে।
দুর্ঘটনায় সাইকেল আরোহী সাজিদ (২৫) নামের অপর এক যুবক গুরুতর আহত হয়েছে। তারা জেলার ভান্ডারিয়া পৌরশহরের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ এবং প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সেতুতে কাউখালী উপজেলার বেকুটিয়া প্রান্তের দিক থেকে একটি প্রাইভেটকার আসছিল।অন্যদিকে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা প্রান্ত থেকে একটি মোটর সাইকেল যাচ্ছিল। এসময় সেতুর কুমিরমারা প্রান্তে মোটর সাইকেলের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রæত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরিশাল যাওয়ার পথে রিফাতের মৃত্যু হয়।
এদিকে, দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারের চালক ও আরোহীরা পালিয়ে যায়। পুলিশ প্রাইভেটকার ও মোটর সাইকেল জব্দ করেছে।
পিরোজপুর সদর থানার ওসি মো. আশিকুজ্জামান জানান, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
২৪ ঘণ্টায় বরিশালে ১০১ ডেঙ্গুরোগী ভর্তি, তরুণের মৃত্যু