বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৩ মন ওজনের ৪ টি পাখি মাছ। মঙ্গলবার দুপুরে মাছগুলো পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর বিএফডিসি মৎস্য মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসা হয়। জেলেদের কাছে এ মাছ পাখি মাছ হিসেবে পরিচত। কারণ সাগরে এরা দ্রুত গতিতে দৌঁড়ায়।
এর বৈজ্ঞানিক নাম সেইল ফিস। সূর্য মাঝি নামের এক জেলের জালে এ মাছ চারটি ধরা পড়ে। স্থানীয় বাজারে এ মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি করা হয়। সূর্য মাঝি বলেন, গভীর সমুদ্রে তারা জাল ফেললেন। শনিবার অন্যান্য মাছের সাথে এ চারটি মাছ উঠে আছে।
প্রথমে জাল থেকে ট্রলারে তুলতে বেগ পেতে হয়েছে। চারটি মাছের মধ্যে একটির ওজন ৪০ কেজির উপরে। বাকি ৩টির ওজন দুই মণের কাছাকাছি। মাছ চারটি সুমন মৃধা নামের এক মৎস্য ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।
মৎস্য ব্যবসায়ী সুমন মৃধা বলেন, স্থানীয় বাজারে এ মাছের চাহিদা না থাকায় তিনি ঢাকায় পাঠানো।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বঙ্গোপসাগরে এসব মাছ সংখ্যা বেড়েছে। বর্ষা মৌসুম শুরু হলে আশা করা যায়, আরও বড় আকারের বিভিন্ন প্রজাতির মাছ জেলেরা শিকার করতে পারবে বলে তিনি সাংবাদিকদের জানান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিউমোনিয়ায় শিশু মৃত্যু বেড়েছে ৬ গুণ
‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত
সয়াবিন তেলের দাম বাড়লো ৮ টাকা
আগামী ১ জানুয়ারি বয়স ১৮ হলে ভোটার করে নেবে ইসি
স্বৈরাচারের দোসররা দেশ থেকে পালিয়ে যায়নি: সেলিমা রহমান