Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় হেমায়েত উদ্দিন সিকদারের দাফন সম্পন্ন
৩ April ২০২৪ Wednesday ৭:১৯:০৭ PM
কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় হেমায়েত উদ্দিন সিকদারের দাফন সম্পন্ন
কাউখালী(পিরোজপুর)সংবাদদাতাঃ পিরোজপুরের কাউখালীতে বীর মুক্তিযোদ্ধা,অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মোঃ হেমায়েত উদ্দিন সিকদার (৬৯)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন সিকদার বুধবার(৩এপ্রিল) সকাল সাড়ে আটটায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।
বুধবার দুপুর ২টায় কাউখালী পুরাতন ইদগাহ মাঠে বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন সিকদারের জানাজার আগে তাকে গার্ড অব অনার প্রদান করেন।
এসময় কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ স্বজল মোল্লা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
কাউখালী থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে আছরবাদ তার গ্রামের বাড়ি শিয়ালকাঠীতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবীর, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ.জনপ্রতিনিধিসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম আটক
শেখ হাসিনার নতুন ফোনালাপ ফাঁস, নিজেকে প্রধানমন্ত্রী দাবি
ঝালকাঠিতে আমুসহ ৪১ জনের নামে দ্রুতবিচার আইনে মামলা
তিন ভাই ও ভাগ্নেসহ বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলমের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যা চেষ্টার মামলা
বরিশালে পোস্টাল আবাসিক এলাকা থেকে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার