Current Bangladesh Time
Sunday May ১৯, ২০২৪ ১২:২৮ PM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » গৌরনদী » বরিশাল » গৌরনদী ও আগৈলঝাড়ার ১৯ প্রার্থীকে প্রতীক বরাদ্দ
১৩ May ২০২৪ Monday ৬:৩২:৩৫ PM
Print this E-mail this

গৌরনদী ও আগৈলঝাড়ার ১৯ প্রার্থীকে প্রতীক বরাদ্দ


আমাদের বরিশাল ডেস্ক:

বরিশালের গৌরনদী উপজেলার ৮ জন ও আগৈলঝাড়া উপজেলার ১১ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৩ মে) দুপুরে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

এসময় গৌরনদী উপজেলায় চেয়ারম্যান পদে তিন প্রার্থী, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এছাড়া আরেক উপজেলা আগৈলঝাড়ায় চেয়ারম্যান পদে ২, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থীকে প্রতীক দেন রিটার্নিং কর্মকর্তা। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে এ দুই উপজেলায় নির্বাচন হবে ২৯ মে।

বরিশালের গৌরনদী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে মনির হোসেন কাপপিরিজ প্রতীক পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হারিছুর রহমান মোটরসাইকেল এবং সৈয়দা মনিরুন নাহার মেরী পেয়েছেন আনারস প্রতীক।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থীর মধ্যে জামাল গোমস্তা মাইক ও ফরহাদ হোসেন টিউবওয়েল প্রতীক পেয়েছেন। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে আইরিন আক্তার কলস প্রতীক পেয়েছেন। অন্য দুই প্রার্থী শিপ্রা রানী বিশ্বাস ফুটবল ও সাহিদা আক্তার হাঁস প্রতীক পেয়েছে।

গৌরনদী উপজেলায় ৭ টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৭৩ হাজার ৫৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৮ হাজার ৮৯৪ জন আর নারী ভোটার ৮৬ হাজার ৭৫ জন। মোট ভোট কেন্দ্র ৬৯টি।
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় চেয়ারম্যান পদের দুই প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাত আনারস ও যতীন্দ্রনাথ মিস্ত্রী দোয়াত কলম প্রতীক পেয়েছেন ।

৫ পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে জসিম উদ্দিন সরদার মাইক, রফিকুল ইসলাম তালুকদার উড়োজাহাজ, শাহাবুদ্দিন মোল্লা তালা, সবুজ আকন টিউবওয়েল, সঞ্জয় বাড়ৈ চশমা প্রতীক পেয়েছেন।

৪ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে পবিত্র রানী রায় পেয়েছেন কলস। প্রতিদ্বন্দ্বী প্রাথী মনিকা বাড়ৈ সঞ্চিতা হাঁস, মলিনা রানী রায় প্রজাপতি, হাফিজা ইয়াসমিন ফুটবল প্রতীক পেয়েছে।

আগৈলঝাড়া উপজেলায় ৫ টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৩৪ হাজার ১৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ৬৫৮ জন আর নারী ভোটার ৬৬ হাজার ৪৭৫ জন। মোট ভোট কেন্দ্র ৬০টি।
এবার ৮ মে প্রথম ধাপে ভোট হয়েছে। এরপর দ্বিতীয় ধাপে ২১ মে, তৃতীয় ধাপে ২৯ মে ও চতুর্থ ধাপে ৫ জুন উপজেলার ভোট হবে

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দক্ষতা বৃদ্ধির মাধ্যমে যুব সমাজকে যুব শক্তিতে রূপান্তরিত করতে হবে : শেখ ফজলে শামস্ পরশ
ক্ষমতার লোভে অপপ্রচারের রাজনীতি বন্ধ করুন: বিএনপিকে যুবলীগ চেয়ারম্যান
শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে: সচিব
জাল ভোট পড়লেই ভোটকেন্দ্র বন্ধ : ঝালকাঠিতে ইসি আহসান
অচিরেই বরিশাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে: জাহিদ ফারুক
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com