| ‘উন্নয়নের স্বার্থে উপদেষ্টা হয়েছি’- আনোয়ার হোসেন মঞ্জু মাহামুদুর রহমান মাসুদ, পিরোজপুর
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘স্বৈরাচারের মন্ত্রী ছিলাম ৭ বছর, আওয়ামীলীগের ৫ বছর বাকি আছে বিএনপি। মন্ত্রী থাকাকালে আমি এলাকার মানুষের গায়ে নখের আচড় লাগতে দেইনি।’
বৃহস্পতিবার বিকালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার কলেমা চত্বরে জাতীয় পার্টি (জেপি)’র পক্ষ থেকে তাকে দেয়া গণসংর্ধনায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘এলাকার উন্নয়ন করেছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এবার প্রদানমন্ত্রীর উপদেষ্টা হয়েছি। স্বাধীনতা আন্দোলনে ছিলাম। যে প্রয়োজনে আমরা স্বাধীনতা চেয়েছিলাম তা ব্যর্থ হয়েছে।’
গণ সংবর্ধনায় জেপির যুগ্ম মহাসচিব মোঃ মনিরুল হক মনি জোমাদ্দার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, উপজেলা ভাইস চেয়ারম্যান খাঁন মোঃ রুত্তম আলী, উপজেলা আ’লীগ এর যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন তালুকদার, ফাইজুর রশিদ খসরু, টুঙ্গিপাড়া আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক তারিক জোমাদ্দার, জেপি নেতা মোঃ আবুল কালাম পোদ্দার, ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান টিপু, মশিউর রহমান মৃধা, উপজেলা যুবলীগ আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার, যুবসংহতি নেতা মোঃ বাদল সিকদার, শওকত ইকবাল মিটুল মল্লিক, জাতীয় ছাত্র সমাজ সভাপতি মোঃ মোস্তফা সিকদার, সম্পাদক মামুনুর রশিদ ও রাহাত জোমাদ্দার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান ও যুগ্ম আহবায়ক নির্বাচন পরিচালনা কমিটি গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব আলহাজ ছিদ্দিকুর রহমান টুলু, ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, শফিকুল কবির বাবুল তালুকদার, তানভির হোসেন বাবু সহ জেপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ । এছাড়াও কাউখালী, জিয়ানগর, রাজাপুর ও কাঠালিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেয়।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | |