Current Bangladesh Time
বৃহস্পতিবার এপ্রিল ১৮, ২০২৪ ৮:৩৭ পূর্বাহ্ন
Barisal News
Latest News
প্রচ্ছদ » বরিশাল, বরিশাল সদর » বরিশালে জানাজা শুক্রবার
৯ এপ্রিল ২০১৪ বুধবার ১২:২৭:১৩ অপরাহ্ন
Print this E-mail this

চলেই গেলেন হিরণ

বরিশালে জানাজা শুক্রবার
নিজস্ব প্রতিবেদক


shawkat-hossain-hiron শওকত হোসেন হিরনবরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সদর আসনের সাংসদ শওকত হোসেন হিরণের মরদেহ বরিশাল আনা হবে বৃহস্পতিবার। আর শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে মায়ের কবরেই তাকে দাফন করা হবে। সাংসদের পারিবারের ঘনিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার সকাল সাতটায় পরিবারের সদস্যদের সম্মতিক্রমে রাজধানী ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন সাংসদ হিরণের লাইফ সাপোর্ট খুলে ফেলা হলে তিনি পৃথিবীর মায়া কাটিয়ে না-ফেরার দেশে চলে যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সাংসদের মরদেহ বর্তমানে অ্যাপোলো হাসপাতালে রাখা হয়েছে। দুপুরে তার গুলশানের বাসভবনে মরদেহ নিয়ে যাওয়া হবে। এরপর বিকাল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শ্রদ্ধা নিবেদনের পর শওকত হোসেনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দুপুরে ছেলে সাজিদ হোসেন রাফসানের এইচএসসি পরীক্ষা শেষে হেলিকপ্টারযোগে তার মরদেহ বরিশাল নিয়ে আসা হবে। এরপর তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

শুক্রবার বাদ জুমা নগরীর বঙ্গবন্ধু উদ্যানে (পূর্বের বেলস পার্ক ময়দান) তারা নামাজে জানাজা সম্পন্ন হবে। সেখান থেকে সরাসরি তার মরদেহ মুসলিম গোরস্থানে এনে মায়ের কবরেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

অ্যাপোলো হাসপাতালে উপস্থিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির প্রধান ও বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক পরিবার শওকত হোসেনের সদস্যদের সাথে কথা বলে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

গত ২২ মার্চ শনিবার রাত ১০টায় হিরণ বরিশাল ক্লাবের সামনে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে হঠাৎ পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান এবং অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। পরে রাত সাড়ে বারোটার দিকে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় এ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে রোববার তার মস্তিষ্কে ‘ডিকমপ্রেসিভ ক্রানেকটমি’ নামে একটি অস্ত্রোপচার করা হয়। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার রাতে হিরণকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সেখানে মঙ্গলবার সকালে তার একটি অস্ত্রোপচার করা হয়। এরপরও অবস্থার কোন উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার রাতে দেশে ফিরিয়ে এনে পুনরায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এ সম্পর্কিত সকল সংবাদ :
না-ফেরার দেশে সাংসদ হিরণ
লাইফ সাপোর্টে হিরণ: আবারো বেড়েছে তাপমাত্রা
হিরণের অবস্থার কিছুটা উন্নতি, জানালেন স্বজনরা
হিরনকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী
হিরণকে দেখতে হাসপাতালে এরশাদ
ব্যাংককের হাসপাতালে হিরণ !
দেশের পথে অচেতন হিরণ
লাইফ সাপোর্টে হিরণ, সিদ্ধান্তহীনতায় পরিবার
সাংসদ হিরণের পরিবারের সিদ্ধান্তের অপেক্ষা !
হিরনের লাইফ সাপোর্ট খোলা হোক, চান না সন্তানেরা
সাংসদ হিরণের চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত
হিরণের সিটিস্ক্যান সম্পন্ন, সন্ধ্যায় মেডিকেল বোর্ড
সাংসদ হিরণের শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি
সাংসদ হিরণের অবস্থা সংকটাপন্ন
‘চিকিৎসায় সাড়া’ হিরণের, আবারো হবে অস্ত্রোপচার
সিঙ্গাপুরে সফল অস্ত্রোপচার, তবুও শঙ্কামুক্ত নন হিরণ
সিঙ্গাপুরে হিরণের সফল অস্ত্রোপচার
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে হিরণ
সিঙ্গাপুরে নেয়া হচ্ছে হিরনকে
অস্ত্রোপচার শেষে আবারো আইসিইউ’তে হিরণ

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ট্রাকচাপায় নিহত ১৪ জনের মরদেহ হস্তান্তর
প্রচণ্ড গতিতে টোল প্লাজার গাড়িগুলোর ওপর আছড়ে পড়ল ট্রাক, নিহত ১৪
পিরোজপুর জেলা আ.লীগের নেতাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট
বরিশালে স্বেচ্ছাসেবক দলের নেতার সামাজিক মাধ্যমে পিস্তলের ছবি দিয়ে হত্যার হুমকি
ভূমিদস্যুদের সাথে জোটবদ্ধ হয়ে মুক্তিযোদ্ধার স্বজনদের হুমকিদাতা কে এই পুলিশ কর্মকর্তা জামিল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com