AmaderBarisal.com Logo

‘সরকারি মহিলা কলেজ বরিশালের গর্ব’

নিজস্ব প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

১০ ফেব্রুয়ারী ২০১৫ মঙ্গলবার ৫:১২:৫৮ অপরাহ্ন

barisal-womens-college-sports-2015 বরিশাল সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বরিশাল সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ বলেছেন, ‘সরকারি মহিলা কলেজ বরিশালের গর্ব। এ কলেজ থেকে যারা পাশ করে বেড় হয়েছেন তারা দেশ ও জাতির উপকারে এসেছে।’

মঙ্গলবার বিকেলে বরিশাল সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। সে জন্য শিক্ষকদের এগিয়ে আসতে হবে।’কলেজ মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর একেএম এনায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুঃ জিয়াউল হক।উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক অধ্যাপক মোঃ জামান মিয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপাধ্যক্ষ দুল আশায়ারী বেগম।অনুষ্ঠানের প্রথমে প্রধান অতিথি বেলুন উড়িয়ে প্রতিযোগিতা উদ্বোধন করেন। এরপর শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন করে।সম্পাদনা: বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।