সন্ধ্যা নদী থেকে ট্রলারসহ শতাধিক সুন্দরী গাছ আটক উপজেলা প্রতিনিধি, কাউখালী

পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদী থেকে একটি ইঞ্জিন-চালিত ট্রলার ভর্তি শতাধিক সুন্দরী গাছ আটক করেছে কোস্টগার্ড। শনিবার (৭ মার্চ) বিকালে সন্ধ্যা নদীর সংযোগ খাল সারেংকাঠী ইউনিয়নের মুনিনাগ খাল থেকেপানির নীচ থেকে এবং ট্রলার বোঝাই শতাধিক সুন্দরী গাছ আটক করা হয়। তবে এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি কোস্টগার্ড।
কাউখালী কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আবুল হোসেন আমাদের বরিশাল ডটকম’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা নদীতে অভিযান চালায় কোস্টগার্ডের একটি দল। এ সময় পাচারকারী চক্র নিজেদের রক্ষা করতে সন্ধ্যা নদীর সংযোগস্থল স্বরুপকাঠীর সারেংকাঠী ইউনিয়নের মুনিনাগ খাল নামক স্থানে ট্রলার ভর্তি গাছ ফেলে রেখে পালিয়ে যায়।
কোস্টগার্ড তল্লাশি করে সারেংকাঠী ইউনিয়নের মুনিনাগ খালের পানির নিচ থেকে এবং ট্রলার বোঝাই শতাধিক সুন্দরী গাছ আটক করে। পরে সুন্দরী কাঠসহ ট্রলারটি আটক করে কাউখালী নিয়ে আসে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বন বিভাগ জব্দকৃত সুন্দরী কাঠের মাপ নিরুপন করছে বলে জানা গেছে।
সম্পাদনা: বরিশাল ডেস্ক |