AmaderBarisal.com Logo

ভোলায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

জেলা প্রতিনিধি, ভোলা
আমাদেরবরিশাল.কম

৯ মার্চ ২০১৫ সোমবার ৪:২১:০৪ অপরাহ্ন

bhola-news-map ভোলা সংবাদ মানচিত্রভোলার তজুমদ্দিন উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মন্নান (৭০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন। সোমবার (৯ মার্চ) সকালে মেঘনা পাড়ের মাছ ঘাটের দখল নিয়ে উপজেলার চাঁদপুর ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের চৌমুহনী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শফিক (২৩), রবিউল (৫৫), নুরনবী (২৫) ও ছালেহা বেগমকে (৫০) তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় ও পুলিশ সূত্র থেকে জানা যায়, মেঘনা পাড়ের মাছ ঘাটের দখল নিয়ে উপজেলার চাঁদপুর ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের আওয়ামী লীগের নুরে আলম গ্রুপের মধ্যে একই দলের হাফেজ গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ওই গ্রামের চৌমুহনী এলাকায় নুরে আলম গ্রুপ ও হাফেজ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষই লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে হাফেজ গ্রুপের আব্দুল মন্নান (৭০), শফিক (২৩), রবিউল (৫৫), নুরনবী (২৫) ও ছালেহা বেগম (৫০) আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক দুপুর একটার দিকে আব্দুল মন্নানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির আমাদের বরিশাল ডটকম’কে জানান, উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তবে, সে কিভাবে নিহত হয়েছেন তা তাঁর জানা নেই।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।সম্পাদনা: বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।