AmaderBarisal.com Logo

সড়ক দুর্ঘটনার নেপথ্যে-১

বরিশালে অদক্ষ চালকের হাতে টোকেন, মরছে মানুষ

সৈয়দ মেহেদী হাসান
আমাদেরবরিশাল.কম

২৮ মার্চ ২০১৫ শনিবার ৬:০১:০৮ অপরাহ্ন

2 অদক্ষ অটো চালকের হাতে টোকেন,মরছে মানুষঅটোরিকশা এখন নগরীবাসীর গলার কাটা। নিয়ন্ত্রনহীন ভাবে দাবড়ে বেড়াচ্ছে নগরীর অলিগলি। এক সময়ের রিকশা চালক থেকে অটো চালক হয়ে যাওয়া অদক্ষদের সংখ্যা চোখে পরার মত। নিয়ম-নীতি লঙ্ঘন করে এসব অদক্ষ চালকের কারণে ক্রমেই বাড়ছে দুর্ঘটনা।

শুক্রবার (২৭ মার্চ) হাসপাতাল রোডে অটো রিকশার চাপায় নিহত হন বিভা(৪০)। বিগত এক সপ্তাহেরও কম সময়ে অটোরিকশার ধাক্কায় গুরুত্বর আহত হয়েছে আরও প্রায় অর্ধশতাধিক।

আইন অনুযায়ি অটোরিক্সার লাইসেন্স পেতে অবশ্যই ১৮ বছর হতে হবে এবং সংশ্লিষ্ট কাউন্সিলরদের প্রত্যয়ন পত্র থাকা জরুরী। এছাড়া ব্লু বুকে দেয়া কিছু শর্তাবলী মেনে চললেই মিলবে অটোরিক্সার পূর্নাঙ্গ লাইসেন্স।

তবে এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহনে পদক্ষেপ নেই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের।

২০১৪ সালেরদিকে ফিরে তাকালে দেখা যায় অটো রিকশার তলায় পিস্ট হয়ে প্রান দিয়েছে অনেকে। এরমধ্যে ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) অটো রিকশা দূর্ঘটনায় এক জে এস সি পরীক্ষার্থী নিহত হয়। সকাল পৌনে ১০ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের বৈদ্যপাড়ায় এ দূর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী নাদিরা আক্তার (১৪) নগরীর সাবেরা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল এবং নগরীর চৌমাথা এলাকার বাসিন্দা মোস্তফা মিয়ার মেয়ে।

২৩ নভেম্বর রবিবার নগরীর কাউনিয়ায় মারা যায় ৮ মাসের এক শিশু। ঐদিন বেলা ২ টার দিকে কাউনিয়ার সোনালী আইসক্রীম মোড়ে একটি ব্যাটারি চালিত যাত্রীবাহি অটো রিকশা নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু তুষা নগরীর পলাশপুর বৌবাজার এলাকার বাসিন্দা সাব্বির হোসেনের সন্তান।

২৮ নভেম্বর (শুক্রবার) স্ব-রোডে অটো চাপায় ১৩ বছরের শিশু নিহত হয়। নিহতের নাম বেল্লাল (১৩)। সে নগরীর চানমারী এলাকার বাসিন্দা মোঃ মোস্তফার ছেলে।

এছাড়া ঐ বছর কাশিপুর টিচার্স টেনিং সেন্টার সংলগ্ন ঢাকা বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় যাত্রীবাহী অটোরিক্সা উল্টে ৬ জন আহত হয়। ২৪ নভেম্বর (২০১৪) সোমবার পরিক্ষা দিয়ে মায়ের সাথে বাসায় ফেরার পথে মডেল স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থী সহ ৫ জন গুরুতর আহত হয়। (২৫নভেম্বর) মঙ্গলবার নগরীর পৃথক স্থানে অটোরিক্সার দুঘটনায় শেবাচিম হাসাপতালে ৯ জন ভর্তি হয়।

পাশাপাশি সিএন্ডবি রোড়ে অটো উল্টে এসিড পানি পড়ে এনায়েত নামে এক বৃদ্ধার শরীরের একাংশ ঝলসে গেছে। কালিজিরা রুটে অটো চাপায় মালেক নামে যুবকের পায়ের আঙ্গুল থেতলে যায়। পড়ে শেবাচিমের অর্থোপেডিক্স বিভাগে ভর্তি করা হলে তার পায়ের কনিষ্ঠ আঙ্গুল কেটে ফেলা হয়।

নগরীর আমতলা মোড় এলাকায় অটোর ধাক্কায় এক গৃহবধুর মৃত্যু হয়।

ঠিক একই ভাবে চলতি সময়ে বাড়তে শুরু করেছে অটো দূর্ঘটনায় নগরবাসীর র্মত্যু। এর প্রধান কারন অদক্ষ চালক। পাশাপাশি অবৈধ অটো রিকশা টোকেনের বিনিময়ে নগরীতে চলাচল করতে দেয়া।

 

কাউনিয়ার রুবেলের সাথে কথা বলে জানা যায় সে এক সময় ভ্যানে ঘুরে ঘুরে মহল্লার গলিতে গলিতে কাচামালের ব্যবসা করতো। ব্যবসায় মন্দা ভাব দেখে ঝুকে পড়েছে অটোরিকশার চালকের পেশায়।

এখন অটোরিক্সার ড্রাইভার। মহাজনের কাছে দৈনিক ৪শ টাকা ভাড়া জমা দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ঘুরে বেড়ায়। এতে রোজগারও আগের থেকে অনেক বেশী। প্রতিদিন ৬শ থেকে ১ হাজার পর্যন্ত আয় হয়।

রুবেলের ভাষায়,‘আমরাতো ট্রেনিং নিয়া স্টিয়ারিং ধরি না। ২/৪টা এ্যাকসিডিনতো ঘটামু।’

টোকেন হলেই নাকি অটো রিক্সা চালানো যায় বলে জানায় রুবেল।

এক সময়ে জনপ্রিয়, দেশীয় প্রযুক্তিতে তৈরী মনেরমত এই যানবাহন এখন বিলাসিতা নয় বরং মরন হয়ে দাড়িয়েছে নগরবাসীর কাছে। ক্রতিপূর্ন যানবাহন আর অদক্ষ চালকদের কাচা হাতে ঝরে পরছে অনেক অকাল প্রান।

এসব বিষয়ে বিসিসির যানবাহন লাইসেন্স শাখার সুপার মাইনুল ইসলাম জানান, প্রতিদিন অভিযান চালিয়ে অবৈধ অটোরিক্সা আটক করা হচ্ছে। এছাড়া প্রত্যেককে জরিমানা করা হচ্ছে। নিয়মনিতীর বিষয়েও কঠোর ভুমিকা পালন করছেন। আমরা ব্যবস্থা গ্রহনে কঠোরহস্ত।



সম্পাদনা: বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।