Current Bangladesh Time
বৃহস্পতিবার জুন ২১, ২০১৮ ১২:২৩ অপরাহ্ন
Barisal News
Latest News
প্রচ্ছদ » বিজ্ঞান ও প্রযুক্তি » অ্যাপলকে হটিয়ে শীর্ষে ফিরল স্যামসাং
২ মে ২০১৫ শনিবার ৯:০১:২৬ পূর্বাহ্ন
Print this E-mail this

অ্যাপলকে হটিয়ে শীর্ষে ফিরল স্যামসাং
ডেস্ক রিপোর্ট


samsung-apple স্যামসাং অ্যাপলএ বছরের প্রথম প্রান্তিকে, অর্থাৎ প্রথম তিন মাসে অ্যাপলকে হটিয়ে স্মার্টফোনের বাজারে আবার শীর্ষে ফিরেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি এ তথ্য জানিয়েছে। আইডিসির তথ্য অনুযায়ী, উন্নয়নশীল দেশগুলোর বাজারে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি বেশি হওয়ায় অ্যাপলকে টপকে গেছে স্যামসাং। খবর এএফপির।

আইডিসির গবেষকেরা জানিয়েছে, এ বছরের প্রথম তিন মাসে আট কোটি ২৪ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং এবং বাজারের সাড়ে ২৪ শতাংশ দখল করেছে।

গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এ বছরে যদিও স্যামসাং সাত শতাংশ কম স্মার্টফোন বিক্রি করেছে, এরপরও অ্যাপলকে টপকে গেছে। এর কারণ হচ্ছে, ২০১৪ সালের শেষ প্রান্তিকের তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকে আইফোন বিক্রিও কিছুটা কমে গেছে। এ বছরের প্রথম প্রান্তিকে ছয় কোটি ১২ লাখ ইউনিট আইফোন বিক্রি হয়েছে। বর্তমানে স্মার্টফোন বাজারের ১৮ দশমিক দুই শতাংশ অ্যাপলের দখলে।

বাজার গবেষকেরা জানিয়েছেন, স্মার্টফোন বিক্রির মৌসুম ও অন্যান্য বেশ কয়েকটি বিষয় স্যামসাংয়ের ফোন বিক্রিতে প্রভাব ফেলেছে। সম্প্রতি গ্যালাক্সি সিরিজে এস ৬ ও এস ৬ এজ নামে নতুন দুটি স্মার্টফোন উন্মুক্ত করেছে স্যামসাং।

গত বছরের শেষ প্রান্তিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে স্মার্টফোনের বাজারে অ্যাপল এবং স্যামসাং বাজার দখলের দিক থেকে ও স্মার্টফোন বিক্রির দিক থেকে সমান অবস্থানে চলে এসেছিল। একাধিক জরিপের ফল অনুযায়ী, ওই সময় অ্যাপল ও স্যামসাং দুটি প্রতিষ্ঠানেরই ২০ শতাংশ বাজার দখলে ছিল।

আইডিসির বিশ্লেষক অ্যান্থনি স্কারসেলা জানিয়েছেন, ক্রমাগত আইফোন ৬ ও ৬ প্লাসের চাহিদা বাড়লেও ২০১৪ সালের শেষ প্রান্তিকে স্যামসাংকে অ্যাপল যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল এ বছরের প্রথম প্রান্তিকে এসে স্যামসাং তাতে অনেকখানি এগিয়ে গেছে। স্যামসাংয়ের মিড রেঞ্জ বা মাঝারি দামের ও সাশ্রয়ী স্মার্টফোনগুলো স্যামসাংকে এগিয়ে রেখেছে।

আইডিসির তথ্য অনুযায়ী, স্যামসাং ও অ্যাপলের পর স্মার্টফোনের বাজারে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের লেনোভো। এরপরের অবস্থানে রয়েছে হুয়াউয়ে ও এলজি। এক বছর আগের তুলনায় স্মার্টফোন বিক্রি ১৬ দশমিক সাত শতাংশ বেড়েছে।
সূত্র: প্রথম আলো


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগ
কক্ষপথে পৌঁছল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
মঙ্গলগ্রহে ‘অদ্ভুত’ গর্ত
মহাকাশে যাত্রার চূড়ান্ত ক্ষণে বাংলাদেশ
মহাকাশে ভারতীয় স্যাটেলাইট নিখোঁজ
পৃথিবীতে ধেয়ে আসছে সৌরঝড়
ফোরজি হ্যান্ডসেটের বিপুল সমাহার আনল রবিশপ
চলতি মাসেই বরিশালে ফোর–জি’র সুবিধা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০১৪

প্রকাশক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ জিয়াউল হক
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: [email protected]