AmaderBarisal.com Logo

ভোলায় বিএনপি নেতার আ.লীগে যোগদান

জেলা প্রতিনিধি, ভোলা
আমাদেরবরিশাল.কম

১৪ মে ২০১৫ বৃহস্পতিবার ৬:১১:২১ পূর্বাহ্ন

bhola-news-map ভোলা সংবাদ মানচিত্রভোলার বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেদোয়ান চৌধুরী নয়ন আওয়ামী লীগে যোগদান করেছেন। বুধবার (১৩ মে) বিকেলে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের এমপি আলহাজ্ব আলী আজম মুকুলের ঢাকার ন্যাম ফ্ল্যাটে এমপির হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। ভোলা-২ আসনের এমপি আলহাজ্ব আলী আজম মুকুল এ খবর নিশ্চিত করেছেন।

যোগদানের পর বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেদোয়ান চৌধুরী নয়ন বুধবার বিকেলে বলেন, বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামী লীগ ও স্থানীয় এমপির উন্নয়নের প্রতি উজ্জীবিত হয়ে তিনি আওয়ামী লীগে যোগদান করেন।

এ সময় বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলামসহ বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সম্পাদনা: বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।