AmaderBarisal.com Logo

বাবা হতে যাচ্ছেন ফেইসবুকের প্রতিষ্ঠাতা জুকারবার্গ

ডেস্ক রিপোর্ট
আমাদেরবরিশাল.কম

১ আগস্ট ২০১৫ শনিবার ৭:৫১:৪৫ অপরাহ্ন

বাবা হতে যাচ্ছেন ফেইসবুকের প্রতিষ্ঠাতা জুকারবার্গযোগাযোগ মাধ্যম ফেইসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ। শুক্রবার নিজের ফেইসবুক পেইজে এই সুসংবাদ জানান তিনি।

নিজের পোস্টে মার্ক আরও জানান, তার স্ত্রী প্রিসিলা চ্যান এর আগেও তিনবার গর্ভধারণ করেছেন।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রতিবারই তার গর্ভপাত হয়েছে। তবে এবার গর্ভপাতের আশঙ্কা অনেক কম বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অনিচ্ছাকৃত গর্ভপাতের শিকার অন্য দম্পতিদের অবগতির জন্য নিজেদের দুঃখ ও আনন্দের অভিজ্ঞতা প্রকাশ করার সিদ্ধান্ত নেন মার্ক।

তিনি নিজের পোস্টে লেখেন, ‘বেশিরভাগ মানুষই গর্ভপাতের বিষয়ে আলোচনা করে না। অনেকেই মনে করে এতে অন্যান্যরা তাদের ভুল বুঝতে পারে। মনে করতে পারে তাদের কোনও ভুলের কারণে এমনটা ঘটেছে। কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা অন্যদের জানাতে চাই যেন তারাও আমাদের মতো আশার আলো দেখতে পান’। সূত্র: বিবিসি অনলাইন।সম্পাদনা: জপ / বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।