AmaderBarisal.com Logo

গৈলায় কবি বিজয় গুপ্তের

মন্দিরে ১৮ আগষ্ট মনসা পূজা

নিজস্ব প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

১৫ আগস্ট ২০১৫ শনিবার ৮:৪৬:০২ অপরাহ্ন

Royaniমধ্যযুগের কবি বিজয় গুপ্ত প্রতিষ্ঠিত গৈলা মনসা মন্দিরে বাৎসরিক মনসা পূজা আগামী ১৮ আগষ্ট।

মন্দির কমিটির সভাপতি দুলাল দাশ গুপ্ত জানান,  মঙ্গলবার সকাল থেকে মন্দিরে মনসা পূজা শুরু হবে। 

মনসা পূজায় দূর দূরান্ত থেকে পূণার্থীরা ঐতিহাসিক মন্দিরে সমবেত হবে।
এদিকে এ পূজা উপলক্ষে গত চারদিন ধরে মন্দিরে রয়ানি গানের উৎসব হয়েছে।

শনিবার শেষ হওয়া রয়ানি গানের নেতৃত্ব  দিয়েছে উজিরপুরের মনসা সম্প্রদায়।

গত ১২ আগষ্ট মনসা মন্দির প্রাঙ্গণে ঐতিহ্যবাহী এই রয়ানি গানের উৎসব শুরু হয়।

চার দিনের এই উৎসবে বিপুল সংখ্যক ভক্ত দূর দূরান্ত থেকে এসে মনসা মন্দির প্রাঙ্গণে ভীড় করেছিলো।সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।