AmaderBarisal.com Logo

বাকেরগঞ্জে ট্রলারডুবিতে ৩৫ গরুসহ ব্যাবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

২০ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার ৪:৪১:৫৮ অপরাহ্ন

বরিশাল সংবাদ মানচিত্রবাকেরগঞ্জ উপজেলার কবাই ফেরীঘাট সংলগ্ন কারখানা নদীতে গরু-মহিষবাহী ট্রলার ডুবিতে জাভেদ খাঁ (৩২) নামে এক গরু ব্যাবসায়ী মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত সাড়ে ৪ টার দিকে মালবাহি একটি কার্গের সাথে  মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। জাভেদ লক্ষীপুরের মধ্যমচর রমনী গ্রামের আবু তাহের খাঁনের ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে জাভেদ খাঁর মৃতদেহ উদ্ধার হয়।

বৃহস্পতিবার দুপুর দুইটা পর্যন্ত ৩৫টি গরুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ আরো গবাদিপশুর উদ্ধার কাজ চলছে বলে জানান, ঘটনাস্থলে থাকা বাকেরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) জাফর আহমেদ।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে আরো জানান, বরগুনা জেলার আমতলী থেকে ১৫৯ টি গরু-মহিষ কিনে ট্রলার যেগে লক্ষীপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন ৩৫ জন গরুর বেপারী।

পথিমধ্যে কবাই ফেরীঘাট সংলগ্ন কারখানা নদীতে বিপরীত দিক থেকে মালবাহি একটি কার্গোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘুমিয়ে থাকা গরুর ব্যাবসায়ীদের ঘুম ভেঙ্গে গেলে তারা গরু মহিষের বাঁধন যতটা পারেন কেটে দেয়। ব্যাসায়ীদের মধ্যে
৩৪ জন সাঁতরে নদীর তীরে ওঠতে পারলেও জভেদ খাঁ ট্রলারের মধ্যে ঢুকে গরুর বাঁধন খুলতে যাওয়ারপরই ট্রলারটি ডুবে যায়।  বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে জাভেদ খাঁর মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  ৩৫ টি মৃত গরু উদ্ধার করেন। অপরদিকে জীবিত থাকা গরু-মহিষ উদ্ধারের সন্ধান চলাচ্ছেন তারা।

বাকেরগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. অনেয়ার হোসেন জানান, রাতের বেলায় দুর্ঘটনা ঘটায় মালবাহি কার্গোটিকে আটক করা যায়নি। তবে নিহতের পরিবার মামলা করতে চাইলে পুলিশ মামলা গ্রহন করবে।সম্পাদনা: জপ / বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।