AmaderBarisal.com Logo

উজিরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

২০ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার ৫:৫০:৩৫ অপরাহ্ন

বরিশাল সংবাদ মানচিত্রবরিশালের উজিরপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন রাখার দায়ে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে আট ব্যবসা প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে।

 

বৃহস্পতিবার উজিরপুর বন্দর এলাকায় এ অভিযানে আনুমানিক ১০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। অভিযানে বাচ্চু স্টোর ও সিকদার ফুডকে এক হাজার টাকা, কোমল স্টোর, শাহীন স্টোর, শ্রী গুরু স্টোর, খোকন ঘর, ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার, মন্নান স্টোরকে ৫০০ টাকা করে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

 

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার নেতৃত্বে উজিরপুর থানা পুলিশ প্রশাসনের সহযোগিতায় এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিসিয়ান মোঃ আব্দুল মালেক মিয়া এবং ইনভেষ্টিগেটর মোঃ তোতা মিয়া। মোবাইল কোর্ট পরিচালনাকালে জনসচেতনামূলক স্টিকার সেঁটে দেয়া হয়।সম্পাদনা: জপ / বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।