AmaderBarisal.com Logo

বাবুগঞ্জে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

২৪ আগস্ট ২০১৫ সোমবার ২:৩২:৪৪ অপরাহ্ন

বরিশাল সংবাদ মানচিত্রবাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় ট্রাকের ধাক্কায় তাওহীদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক সহ ঘাতক চালককে আটক করেছে পুলিশ। আটক ট্রাক চালক আমজাদের বাড়ী ভোলা জেলায় ।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত তাওহীদ রামপট্টি এলাকার মো. বাচ্চু মিয়ার ছেলে।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, সকালে শিশু তাওহীদ ঘর থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় বরিশাল থেকে বেনাপোলগামী একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়।

 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাওহীদকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ট্রাক সহ ঘাতক চালককে আটক করা হয়েছে।সম্পাদনা: জপ / বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।