AmaderBarisal.com Logo

মেহেন্দিগঞ্জে নৌকার নোঙ্গর পেটে ঢুকে শিশু মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

২ সেপ্টেম্বর ২০১৫ বুধবার ৫:০৭:১৮ অপরাহ্ন

বরিশাল সংবাদ মানচিত্রমাছ ধরা নৌকার নোঙ্গর (গ্রাফি) পেটের ভিতর ঢুকে চিকিৎসাধীন অবস্থায় বুধবার শেবাচিম হাসপাতালে রাকিব হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশু মেহেন্দিগঞ্জ লেবুনিয়া চরলতা গ্রামের বাসিন্দা সাইফুল কবিরাজ জেলের ছেলে।

 

নিহতের পরিবার জানায়, গত ৩০ আগষ্ট গজারিয়া নদীতে রাকিব এবং তার পিতা মিলে নৌকায় করে মাছ ধরতে যায়। সে সময় নদীতে ঢেউয়ের ধাক্কায় নৌকাটি দুলতে থাকে। রাকিব নৌকায় দাড়ানো অবস্থায় থাকাকালীন আচমকা ঢেউয়ের ধাক্কায় নৌকার উপরে রাখা নোঙ্গর এর উপরে পড়ে গেলে নোঙ্গর তার পেটের ভিতর ঢুকে যায়।

 

আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত ৩১ আগষ্ট শেবাচিম হাসপাতালে প্রেরন করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরন করেছে।সম্পাদনা: জপ / বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।