AmaderBarisal.com Logo

রাজাপুরে অর্ধশত গ্রাম প্লাবিত

রহিম রেজা, রাজাপুর
আমাদেরবরিশাল.কম

২ সেপ্টেম্বর ২০১৫ বুধবার ৬:২৭:২৫ অপরাহ্ন

রাজাপুরে অর্ধশত গ্রাম প্লাবিতপূর্নিমার জোয়ার ও টানা বৃষ্টিতে উপকূলীয় জেলা ঝালকাঠির রাজাপুরের বিষখালী, সুগন্ধা, ও হলতা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীতীরবর্তী ১১টি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।

 

বুধবার সকাল থেকে টানা বৃষ্টির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়া পানিবন্ধি হয়ে পড়েছে বহু মানুষ লোক। তবে জোয়ারের সময় দুর্ভোগ বেশি হলেও ভাটায় কিছুটা লাগব হয়।

 

জেলা শহরের কলাবাগান, নতুন চর, বাঁশপট্টি, পৌরসভার খেয়াঘাট, লঞ্চঘাট, স্টিমারঘাট এলাকাসহ চরাঞ্চল হাটু পানিতে তলিয়ে গেছে। এতে ওই এলাকার বাসিন্দারা চরম দূর্ভোগ পোহাচ্ছে।

 

জানা গেছে, সুগন্ধা, বিষখালী ও হলতা নদীর পানি বৃদ্ধিতে নদী তীরবর্তী সদর উপজেলার পোনাবালিয়া ও ধানসিঁড়ি, নলছিটি উপজেলার কুলকাঠি, নাচনমহল, মগড় ও দপদপিয়া, রাজাপুর উপজেলার বড়ইয়া ও মঠবাড়ি এবং কাঁঠালিয়া উপজেলার আমুয়া, পাটিকেলঘাটা ও চেচড়িরামপুর ইউনিয়নের অর্ধ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।

 

ফলে ওই সকল এলাকার সদ্য রোপন করা আমনের বীচতলা, বিভিন্ন প্রকারের সবজী ও ফসল পানিতে নিমজ্জিত রয়েছে। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। মাছের ঘের গুলো তলিয়ে মাছ ভেসে গেছে বলেও খবর পাওয়া গেছে।সম্পাদনা: জপ / বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : [email protected]
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।