প্রেম বিরোধে বিএম কলেজে ভাংচুর ! নিজস্ব প্রতিবেদক
 ফাইল ছবি
প্রেম নিয়ে বিরোধের জের বরিশাল বিএম কলেজে দু’দল ছাত্রের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সমাজবিজ্ঞান বিভাগের শ্রেণীকক্ষের দরজা- জানালা ভাংচুর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ ভাংচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
ক্যাম্পাসের বিভিন্ন সুত্রে জানা গেছে, এক ছাত্রীর সঙ্গে প্রেম করা নিয়ে সমাজবিজ্ঞান প্রথম বর্ষের ছাত্র মাসুদ ও একই বিভাগের সমীরনের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে এনিয়ে ক্যাম্পাসে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাজি ও পরে হাতাহাতি হয়।
খবর পেয়ে মাসুদের পক্ষে বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র অনীক সহ আরও কিছু ছাত্র এবং সমীরনের পক্ষে বহিরাগত সাগর ও তৌহিদ সহ কিছু সহযোগী যোগদিলে দুপক্ষ ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। মাসুদ মুসলীম ছাত্রাবাসের আবাসিক ছাত্র হওয়ায় ওই হলের ছাত্ররা খবর পেয়ে তারাও মাসুদের পক্ষে লাঠিসোটা নিয়ে বেরিয়ে আসে। এসময় শিক্ষকরা বাঁধা দিলে মুসলীম হলের ছাত্ররা সমাজকল্যান বিভাগে প্রবেশ করে শ্রেণী কক্ষের দরজা-জানালার গ্লাস ভাংচুর করে। পুলিশ ও শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
কলেজ অধ্যক্ষ স,ম ইনামুল হাকিম বলেন, দু’দল ছাত্রের মধ্যে উত্তেজনার খবর পেয়ে তিনি অন্যান্য শিক্ষকদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। একদল ছাত্র তার কাছে অভিযোগ করেছে, প্রায়ই বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে ছাত্রদের মারধর করে। তারা এর ন্যায় বিচার পাচ্ছেন না। ছাত্রদের অভিযোগ এবং সমাজবিজ্ঞান বিভাগ ভাংচুরের কারন তদন্তে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রধান অধ্যাপক এসএম আলাউদ্দিনকে প্রধান করে তিন সদস্যে কমিটি গঠন করা হয়েছে।
সম্পাদনা: জপ / বরিশাল ডেস্ক |