![]() বরগুনায় সাড়ে ১৫ লাখ বাগদা পোনা আটক
৬ June ২০১২ Wednesday ৭:১৮:৫৩ PM
বরগুনা, ৬ জুন (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বঙ্গোপসাগর তীরবর্তী বরগুনার পাথরঘাটা, নিদ্রা-সকিনা থেকে ৬ জুন বুধবার ভোররাত ২টার দিকে কোস্টগার্ড সদস্যরা সাড়ে ১৫ লাখ বাগদা পোনা আটক করেছে। ৬ জুন বুধবার সকাল ৯টার দিকে পাথরঘাটা উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে আটককৃত পোনা বিষখালী নদীতে অবমুক্ত করা হয়েছে। কোষ্টগার্ড পাথরঘাটা ক্যাম্পের ষ্টেশন কমান্ডার লে. মোঃ হারুন-অর-রশিদ আমাদের বরিশাল ডটকমকে জানান, কিছু সংখ্যক জেলেরা বাগদা পোনা ধরার নামে বিভিন্ন জাতের কোটি কোটি পোনা মাছ মেরে ফেলছে। যার কারনে তারা ৬ জুন বুধবার ভোররাতে অভিযান চালিয়ে সাগর তীরবর্তী পাথরঘাটা, নিদ্রা-সকিনা থেকে সাড়ে ১৫ লাখ বাগদা পোনা আটক করেছে। আটককৃত পোনার বাজার মূল্য ৩১ লাখ টাকা বলে জানান তিনি। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
