" />
AmaderBarisal.com Logo

প্রথমবারের মতো একসঙ্গে শাকিব-জয়া


আমাদেরবরিশাল.কম

১৫ June ২০১২ Friday ৩:৩৬:৫৫ PM

জয়া আহসান ও সাকিব খান Joya Ahsan and Sakib Khan

মহরত অনুষ্ঠানে জয়া আহসান ও সাকিব খান (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

বিনোদন ডেস্ক :: ছোটপর্দার মিষ্টিমুখ জয়া আহসান। এরইমধ্যে বেশকিছু চলচিত্রে অভিনয় করে বড়পর্দায় নিজের আসনটি পাকাপোক্ত করেছেন বাংলাদেশী শোবিজের গুণি এ অভিনেত্রী। সম্প্রতি নায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবারের মত একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবির নাম ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’। ছবিটি পরিচালনা করছেন মোহাম্মদ শাফি। এর চিত্রনাট্য লিখেছেন রুম্মান রশীদ খান। ১৪ জুন বৃহষ্পতিবার বিকালে এফডিসির জহির রায়হান কালার ল্যাবে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। ছবিটি নির্মাণ হচ্ছে একটি সুন্দর প্রেম কাহিনী নিয়ে। ছবির সব গানের কথা লিখেছেন কবির বকুল। শিগগিরই গানগুলোর রেকর্ডিং শুরু হবে বলে জানা গেছে।

এ ছবিতে অভিনয় প্রসঙ্গে জয়া বলেন, ‘এর আগে যেসব ছবিতে কাজ করেছি সেগুলোর কোনোটিই সে অর্থে মূলধারার নয়। তবে সব সময়ই চেয়েছি, সাধারণ দর্শকের জন্য মানসম্পন্ন বিনোদনমূলক ছবিতে কাজ করতে। যে ছবি দেখে বাংলা ছবির নিন্দুকেরাও অনুভব করবে, আমাদের দেশেও ভালো ছবি নির্মাণ সম্ভব। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’র চিত্রনাট্য অসাধারণ। অত্যাধুনিক প্রযুক্তি এবং ছবির কারিগরি দিকগুলো বিবেচনা করে কাজটি ভালো হবে আশা করছি।’

ছবির পরিচালক সাফি উদ্দিন সাফি জানান, ‘এটি সম্পূর্ণ নিটোল প্রেমের ছবি। এ ক্ষেত্রে সবকিছুতেই নতুনত্ব আনার চেষ্টা থাকবে আমাদের। ছবির চরিত্রটিতে জয়া আহসানের কোনো বিকল্প ছিল না। আমাদের পরিকল্পনা শুনে তিনি সানন্দে কাজটি করতে রাজি হয়েছেন।’

এদিকে জয়ার বিপরীতে প্রথমবারের মতো ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে শাকিব খানও খুশি। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আশা করছি আমার সঙ্গে জয়ার জুটি দর্শকরা বেশ ভালভাবেই গ্রহণ করবে। তাছাড়া এ ছবির কাহিনীও অনেক চমৎকার।’

এ প্রসঙ্গে ছবিটির চিত্রনাট্যকার রুম্মান রশিদ খান বললেন, ‘আমার একটি নাটক দেখে পরিচালক শফি ভাই একটি গল্প চান। আমি একটা গল্প দেওয়ার পর সেটি পড়ে তিনি বললেন এটা তো অনেকটা এফডিসি মার্কা হয়ে গেল। আমি আসলে সেই এফডিসি মার্কা গল্পই লিখতে চেয়েছিলাম। অবশেষে এটি কোনো নাটক নয়, পূর্ণদৈর্ঘ্য ফর্মেটে তৈরি করব বলেই চিন্তা করলাম, বাংলাদেশের সেরা কাস্টিংটাই নেব। অনেক কষ্ট হলেও দু’জনার শিডিউল পেয়েছি। আর এ ব্যাপারে প্রথমে ইতস্তত হলেও সাহস করেই বলে ফেলি জয়া আপুকে। তিনিও রাজি হন। তবে ছবির পুরো গল্প চূড়ান্ত না হওয়া অবধি জয়া আপার মহরতে মানা ছিল। পরে তার দেওয়া তারিখ অনুযায়ীই এই মহরত অনুষ্ঠান।’

জানা গেছে, আগামী মাস থেকে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ছবির সম্পূর্ণ শুটিং শুরু হবে। মালয়েশিয়া ও সুইজারল্যান্ডের বিভিন্ন মনোরম লোকেশনে ছবিটির চিত্রগ্রহণ হবে বলে জানা গেছে। পরিচালক জানান, ছবির অন্য চরিত্রগুলোতেও বেশ কিছু চমক থাকবে। একে একে সব জানানো হবে। ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করবেন রাজ্জাক ও কবরী।

জয়া আহসান অভিনীত চলচিত্রগুলোর মধ্যে রয়েছে ‘ব্যাচেলর’, ‘ডুবসাঁতার’, ‘গেরিলা’, ‘ফিরো এসো বেহুলা’, ‘চোরাবালি’, কলকাতার ‘আবর্ত’। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে চোরাবালি নামের রেদোয়ান রনির প্রথম চলচিত্র।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।