![]() আবারও মিউজিক ভিডিওতে মেহজাবিন
১৯ June ২০১২ Tuesday ২:৩৭:২৪ PM
এ সম্পর্কে মেহজাবিন বলেন, ‘আমি প্রথম যে গানটিতে মডেল হয়েছিলাম, সেটি ছিল লোকগান। এবারের গানটি একটু অন্য ধাঁচের। এটি আধুনিক ধাঁচের গান। কাজ করে ভালোই লেগেছে।’ মিউজিক ভিডিওটি সম্পর্কে কণ্ঠশিল্পী রাফাত বলেন, ‘এ মিউজিক ভিডিওর গানটি আমার দ্বিতীয় একক অ্যালবাম রাফাতের গানগুলো থেকে নেওয়া হয়েছে। এটি আমাদের একটি সমবেত চেষ্টার ফসল। সবার ভালো লাগলে আমাদের শ্রম সার্থক হবে।’ ‘রাফাতের গানগুলো’ অ্যালবামটিতে মেহজাবিনের সঙ্গে কাজ করেছেন সিটিসেলখ্যাত মডেল কাজী আসিফ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নাজমুস সাদাত। এদিকে আগামী ২৪ জুন বড়পর্দায় অভিষেক হচ্ছে মেহজাবিনের। স্বপন আহমেদের পরিচালনায় বৈজ্ঞানিক কল্পকাহিনী-নির্ভর এ চলচ্চিত্রটির নাম ‘পরবাসিনী’। ছবিটিতে মেহজাবিনের সহশিল্পী হিসেবে আছেন নিরব। অবশ্য দুবছর আগেই মেহজাবীনের চলচ্চিত্রে অভিষেক হওয়ার কথা ছিল। সালাহউদ্দীন লাভলুর ‘ওয়ারিশ’ ছবিতে আরেফিন শুভর বিপরীতে অভিনয়ের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বিভিন্ন কারনে ছবিটির নির্মাণ কাজ স্থগিত হয়ে যায়। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বিনোদন ডেস্ক :: লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার ২০০৯ সালের খেতাব বিজয়ী মেহজাবিন চেীধুরী আবারও মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। ক্লোজআপ ওয়ানখ্যাত কণ্ঠশিল্পী শাহরিয়ার রাফাতের দ্বিতীয় একক অ্যালবাম ‘রাফাতের গানগুলো’ অ্যালবামের একটি গানের মডেল হয়েছেন তিনি। সম্প্রতি অ্যালবামটি বাজারে এসেছে। এর আগে মেহজাবিন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের লোকগান ‘কেন পিরিতি বাড়াইলিরে বন্ধু’তে মডেল হয়েছিলেন।