![]() মোনালিসার আংটি বদল!
১৯ June ২০১২ Tuesday ১০:৩৭:০১ PM
![]() ফাইয়াজ শরীফের সঙ্গে মোনালিসা বিনোদন ডেস্ক :: অনেকটা তাড়াহুড়ো করে বিদেশে বসে আংটি বদলের কাজ সারলেন নৃত্যশিল্পী ও ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। মোনালিসার আংটি বদলের কিছু ছবি ১৯ জুন মঙ্গলবার সকালে ফেসবুকে পাওয়া যায়। এরপর থেকে এনিয়ে মিডিয়ায় আলোচনার ঝড় বইছে। কারণ মোনালিসা ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে বর্তমানে আমেরিকায় অবস্থান করায় এ বিষয়ে কেউই সঠিক কোনো তথ্য জানেন না। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ১৭ জুন রোববার নিউইয়র্ক শহরে খুব কাছের কিছু মানুষের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে নিউইয়র্ক প্রবাসী ফাইয়াজ শরীফের সঙ্গে মোনালিসার আংটি বদলের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। পুরো অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন মোনালিসার বড় বোন মুনিরা। পাত্র ফাইয়াজ নিউইয়র্কের আয়ানা কলেজে বায়োলজিতে মাস্টার্সে পড়াশোনা করছেন। একই কলেজ থেকে সে গ্র্যাজুয়েশন করেছেন। আংটি বদল অনুষ্ঠানে কণ্ঠশিল্পী কনাসহ মোনলিসার খুব কাছের কয়েকজন মিডিয়ার সহকর্মী উপস্থিত ছিলেন। আগামী ২৪ জুন মোনালিসার ঢাকায় ফেরার কথা রয়েছে। মোনালিসার ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঢাকায় ফিরেই তিনি তাঁর এই তাড়াহুড়ো করে আংটি বদল আর বিয়ের আনুষ্ঠানিকতার প্রসঙ্গে মিডিয়ার দীর্ঘদিনের সহকর্মীদের খুলে জানাবেন। বর্তমানে মোনালিসা মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যামাইকায় অবস্থান করছেন। প্রসঙ্গত, মোনালিসা গত সপ্তাহে আমেরিকার উদ্দেশ্যে উড়াল দেন ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেওয়ার জন্য। ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে বাংলাদেশ থেকে আরো গেছেন গায়িকা বেবী নাজনীন, আরেফিন রুমি, কণা, অভিনেতা হাসান মাসুদ, চঞ্চল চৌধুরী, অভিনেত্রী জয়া আহসান, সিমলা, বিন্দু, মুক্তি, শাহনাজ খুশী প্রমুখ। ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৭ জুন সন্ধ্যা ৭টায়। এ অনুষ্ঠানে মোনালিসার পারফর্ম করার কথা থাকলেও তিনি ভেন্যুতেই উপস্থিত হননি বলে তার সফরসঙ্গীদের কাছ থেকে জানা গেছে। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||