" />
AmaderBarisal.com Logo

ভোলায় জলদস্যু প্রতিরোধে জেলেদের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ৬


আমাদেরবরিশাল.কম

২৮ June ২০১২ Thursday ১২:৩০:৫২ AM

ভোলা, ২৭ জুন (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলায় জেলেরা জলদস্যু প্রতিরোধে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শনকালে পুলিশ ৬ জেলেকে আটক করেছে। ২৭ জুন বুধবার বেলা ১১টায় ভোলা সদর উপজেলার বোর্ডের ঘর এলাকায় ভোলা-ইলিশা সড়কের পাশে আধ ঘন্টা মানববন্ধন শেষে বিক্ষোভ প্রদর্শন করতে গেলে পুলিশ লাঠিচার্জ করে ৬ জেলেকে আটক করে। পুলিশের দাবী ব্যস্ততম সড়কের মধ্যে বিক্ষোভ করে যানজটের সৃষ্টি করায় তাদেরকে আটক করা হয়েছে।

জেলেদের দাবী, তারা ভোলা সদর উপজেলার কাচিয়া-মদনপুর ও মধুপুরসহ মাঝের চরের আশে-পাশের মেঘনায় জেলেরা দাদন নিয়ে কষ্টে-সৃষ্টে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিলো। কিন্তু বর্তমানে মেঘনায় আধিপত্য বিস্তারকারী কিছু জলদস্যু তাদের কাছ থেকে ১০-২০ হাজার টাকা করে চাঁদা দাবী করছে। চাঁদা না দিলে তাদের নৌকা জলদস্যুর কবলে পড়ছে। এ জন্য জেলেরা জলদস্যু মুক্ত মেঘনার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করতে গেলে পুলিশ তাদের উপরে লাঠির্চাজ করে এবং ৬জন জেলেকে আটক করে।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) সোহরাব আলী আমাদের বরিশাল ডটকমকে বলেন, বিক্ষোভকারীরা জেলার ব্যস্ততম সড়ক দখল করে বিক্ষোভ করছিলো। এতে যানজট সৃষ্টি হচ্ছিলো। এজন্য সেখান থেকে ৬ জনকে আটক করা হয়েছে।


(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।