![]() গৌরনদীতে ছাত্রকে যৌন নির্যাতন, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
৩ July ২০১২ Tuesday ৪:০৫:২৩ PM
![]() ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক হাফেজ মোঃ মহাসিন (ছবিঃ আমাদের বরিশাল ডটকম) গৌরনদী, ৩ জুলাই (বিএম রিপন/আমাদের বরিশাল ডটকম): ছাত্রকে যৌন নির্যাতন করার অভিযোগে গৌরনদী থানা পুলিশ হাফেজ মোঃ মহসিন (৩৭) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে। হাফেজ মোঃ মহসিন টরকী বন্দর আদর্শ জামে মসজিদের সহকারী ইমাম ও টরকী বন্দর আদর্শ হাফেজীয়া মাদ্রাসার শিক্ষক। সে বাগেরহাটের কচুয়া থানার গজালিয়া গ্রামের আবদুল মজিদ দরানী’র পুত্র। ৩ জুলাই মঙ্গলবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, উপজেলার কসবা হযরত মল্লিক দুতকুমার জামে মসজিদের মোয়াজ্জেম কারী মাওলানা জাহাঙ্গীর হোসেনের পুত্র মোঃ হাবিবুর রহমান (১৩) টরকী বন্দর আদর্শ জামে মসজিদের দোতলায় হাফেজীয়া মাদ্রাসার বোডিংয়ে থেকে পড়াশুনা করে আসছিল। ২ জুলাই সোমবার গভীর রাতে মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ মহসিন বোর্ডিংয়ে ঢুকে হেফজ্ বিভাগের ছাত্র মোঃ হাবিবুর রহমানকে যৌন নির্যাতন (বলৎকার) করে। এছাড়াও গত দুই মাস পূর্বে শিক্ষক মহাসিন তার থাকার কক্ষে ওই ছাত্র হাবিবুরকে ডেকে নিয়ে ২ বার যৌন নির্যাতন করে। তখন বিষয়টি ছাত্র হাবিবুর তার পিতাকে অবহিত করলে ছাত্রের পিতা শিক্ষক মহাসিনকে শ্বাসিয়ে দেয় এবং লোকলজ্জায় তখন বিষয়টি চেঁপে যান। এ বিষয়ে ছাত্রের পিতা মাওলানা জাহাঙ্গীর হোসেন ৩ জুলাই মঙ্গলবার দুপুরে গৌরনদী থানায় মামলা দায়ের করলে বিকেলে মামলার আসামি হাফেজ মোঃ মহাসিনকে গ্রেপ্তার করে পুলিশ। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

