" />
AmaderBarisal.com Logo

“কেবলই তুমি”


আমাদেরবরিশাল.কম

৩ May ২০২০ Sunday ৬:৫৪:৫৫ PM

সোহেল সানি

তুমি সঙ্গীত-ছন্দে,

তুমি বাদ্যকরের বাজনামুখর তাল।

তুমি শিল্পীর যাদুমিশ্রিত কন্ঠে- অপূর্ব গীতিকার পংক্তিমালা।তুমি সুরের
পরোতে পরোতে অফুরান
অস্তিত্বের বহিঃপ্রকাশ।

তুমি অপূর্ব মুখাবয়বে ঐশ্বরিক ঐশ্বর্যের আলোকচ্ছটা।

তুমি সুকোমল, সুষমামন্ডিত- অসাধারণ পিয়াসী প্রেমী মন।

তুমি লাজবন্তীর লাজবর্ষণের পূর্ণতায় প্রোজ্জ্বল প্রতিচিন্তা।

তুমি দেহবল্লরীর খাঁজে খাঁজে উষ্ণীষ শিহরণ।

তুমি সমুজ্জ্বল উচ্ছ্বসিত জীবনের প্রাণপ্রবাহের ফল্গুধারা।

তুমি উদয়োন্মুখ উর্বশী মনের রঙঢঙে সজ্জিত দেবীমহিমার অপরূপ মূর্ছনা।

তুমি কখনো সালোয়ার-কামিজে, কখনো শাড়ির জমিনে আঁকড়ে ধরা প্রকৃতির প্রতিচ্ছায়া।

তুমি নিত্যনতুন ছন্দ, আর বাতাসে ধ্বনিত প্রতিধ্বনিত অনুরণন।

তুমি আকাশ নীলের আচমকা প্রকম্পন, সাত রঙে রাঙা রঙধনু।

তুমি আমার, কেবলই আমার- বর্তমান ও আগামীর চিরসুহৃদ সহযাত্রী।





প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।