" />
AmaderBarisal.com Logo

প্রিয় রং


আমাদেরবরিশাল.কম

১১ January ২০২১ Monday ২:২৫:৩২ AM

 এআর সোহেব চৌধুরী

প্রিয় রং মুছে গিয়ে পৃথিবী হয়েছে ধূসর ;
ফিরে এসেছি আমি,  ফিরবোনা ওই দিগন্তে আর পূর্বাপর।  নিঃশব্দের অগ্রহায়ণে নেমেছে অন্ধকার ঘোর! গ্রহণ লেগেছে আজ – মনের ভেতর। 

যে চোখে হয়েছিল আমার নিমজ্জন; সে চোখে আজ মরন আমার  ধূ-ধূ মরুর আবরন।

প্রিয় রং মুছে গিয়ে পৃথিবী হয়েছে ধূসর ;  ক্ষয়ে যাওয়া সময়ে সেদিন- ঝরেছিল বৃষ্টি অঝোর,  উর্বর হৃদয়ে আজ শুষ্ক কারবালা  প্রান্তর।

দু’চোখে মৃদু আলোর ধ্রুবতো সেদিন,  মিটিমিটি জ্বলেছে?  ভ্রষ্ট পথে,  সে ব্যার্থ রথে- হারিয়েছি আড়ালে, যেন আর দেখা না হয় হিজল বনের কাছে – অজানা অভিমানে সে বলেছে।

ফাল্গুনী স্বপ্নেরাও আর  এ চোখে আসেনি সেদিন থেকে।  বহুদিন ধরে…  বহু পথ ঘুরে… পাগল এ মন খুঁজেছে তারে- হিজলের ওই বনবাদাড়ে,  একবারে।  আর দেখিনি সেই প্রিয় রং  প্রিয় বেলি ফুল বাহারে,  আহারে মন!! আহারে।





প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।