বরগুনার পায়রা (বুড়ীশ্বর) নদীতে ট্রলারডুবির ঘটনায় আবদুল খালেক (৫০) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে একজন।
সোমবার (৬ জুন) দুপুরে তালতলী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আখতার হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আবদুল খালেক পেশায় শ্রমিক,তিনি বরগুনা সদর উপজেলার বাসিন্দা। তবে কমল সমাদ্দার নামে নিখোঁজ অপরজনকে এখনো উদ্ধার করা যায়নি।
গত শনিবার রাত ৮টার দিকে বরগুনা থেকে ট্রলার মালিক রিপন মহাজনদের ঘর থেকে মালামাল নিয়ে একজন ব্যবসায়ী ও পাঁচজন শ্রমিকসহ সাপ্তাহিক বাজারের উদ্দেশে রওনা দেন। বুড়ীশ্বর নদীর উরবুনিয়া নামক স্থানে আসার পর হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি ডুবে যায়।
এসময় ব্যবসায়ী রব মুন্সী ও শ্রমিক বাদল সাঁতরে তীরে ওঠেন। ট্রলার মালিক রিপন (৪০), শ্রমিক ইউনুছ (৫০) ও ফোরকান (৩৫) প্রায় আধা ঘণ্টা ভাসতে থাকার পর একটি মাছধরা নৌকার জেলেরা তাদের উদ্ধার করেন।
রাতেই তাদের স্থানীয় লোকজন বরগুনা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় কমল নামে এক শ্রমিক এখনও নিখোঁজ রয়েছে। ট্রলারে প্রায় ৬০-৭০ লাখ টাকার মালপত্র ছিল।
রোববার দুপুরে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ট্রলার ও নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে পায়রা নদীতে অভিযান চালায়। ডুবুরি দল ডুবন্ত ট্রলার থেকে শ্রমিক আব্দুল খালেকের মরদেহ উদ্ধার করে।
তালতলী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আখতার হোসেন মোবাইল ফোনে বলেন, নিখোঁজ দুই শ্রমিকের মধ্যে আব্দুল খালেকের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর শ্রমিককে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পদ্মা সেতু হয়ে ঢাকা, বরিশালে বাস ভাড়ায় হেরফের
প্রথম ৮ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৮২ লাখ ১৯ হাজার টাকা
অভিনন্দন না জানিয়ে বিএনপি পদ্মা সেতুর বিরোধিতা স্বীকার করে নিয়েছে: তথ্যমন্ত্রী
দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে তৈরি হও : প্রধানমন্ত্রী