আ. লীগ-স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১৩
তালতলী( বরগুনা)প্রতিনিধিঃ
বরগুনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষে ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৮ জুন) বিকেলে বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকায় এ সংঘর্ষ হয়।
জানা গেছে, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রাজ্জাক হাওলাদার ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী আবু জাফর খোকন হাওলাদারের কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রাজ্জাক হাওলাদার অভিযোগ করে বলেন, আমার কর্মী-সমর্থকরা ভোট চাইতে গেলে স্বতন্ত্র প্রার্থী লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় পাঁচজন আহত হয়েছেন।
এদিকে স্বতন্ত্র প্রার্থী আবু জাফর খোকন হাওলাদার বলেন, বহিরাগত লোকজন নিয়ে নৌকার কর্মী-সমর্থকরা আমাদের ওপর হামলা চালিয়ে আটজনকে আহত করেছেন। এখন তারা আমার ওপর দোষ চাপানোর পাঁয়তারা করছেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পদ্মা সেতু হয়ে ঢাকা, বরিশালে বাস ভাড়ায় হেরফের
প্রথম ৮ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৮২ লাখ ১৯ হাজার টাকা
অভিনন্দন না জানিয়ে বিএনপি পদ্মা সেতুর বিরোধিতা স্বীকার করে নিয়েছে: তথ্যমন্ত্রী
দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে তৈরি হও : প্রধানমন্ত্রী