ঝালকাঠির নলছিটিতে ভুয়া দলিল সম্পাদন করায় দলিল লেখক মিজানুর রহমান ও দলিল লেখক মো. আসলামের সনদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সাথে তাদের সনদ কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না, তার জবাব আগামী ১০ কার্যদিবসের মধ্যে জেলা সাব-রেজিস্ট্রার বরাবরে দাখিল করতে বলা হয়। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটির সাব-রেজিস্ট্রার মো. সালাউদ্দিন।
দলিল লেখক মো. আসলাম ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৯ তারিখে সরকারি কৃৃষি বন্দোবস্ত দলিলের ১৩ নম্বর শর্ত অনুযায়ী হস্তান্তর যোগ্য না হওয়া সত্ত্বেও জাল খতিয়ান ও জাল খাজনা দাখিলা তৈরি করে একটি দলিল রেজিস্ট্রি সম্পাদন করেন। একই সালের এপ্রিল ও মে মাসে সম্পত্তির মালিকানা নিশ্চিত না হয়ে পক্ষগণের যোগসাজশে দুটি ভুয়া দলিল রেজিস্ট্রি করেন মো. মিজানুর রহমান।
এছাড়া, আরেক দলিল লেখক মো. আল আমিন ২০২০ সালের অক্টোবর মাসের ৩০ তারিখ একটি দলিল রেজিস্ট্রি করেন, যার ভেতরে একজন দাতা সরকারি তালিকাভুক্ত মানসিক ও বাক-প্রতিবন্ধী রয়েছেন। দলিল লেখক মো. আল আমিনকে তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, সেই মর্মে আগামী ১০ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পদ্মা সেতু হয়ে ঢাকা, বরিশালে বাস ভাড়ায় হেরফের
প্রথম ৮ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৮২ লাখ ১৯ হাজার টাকা
অভিনন্দন না জানিয়ে বিএনপি পদ্মা সেতুর বিরোধিতা স্বীকার করে নিয়েছে: তথ্যমন্ত্রী
দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে তৈরি হও : প্রধানমন্ত্রী