প্রচ্ছদ » চরফ্যাশন, ভোলা » পদ্মা সেতু দেখতে গিয়ে ট্রলার উল্টে নিখোঁজ : দুই দিন পর লাশ উদ্ধার
২৭ জুন ২০২২ সোমবার ৬:৪৩:১৮ অপরাহ্ন
পদ্মা সেতু দেখতে গিয়ে ট্রলার উল্টে নিখোঁজ : দুই দিন পর লাশ উদ্ধার
চরফ্যাশন(ভোলা)প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশন উপজেলা থেকে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গিয়ে পদ্মায় ট্রলার উল্টে উপজেলা ছাত্রলীগ নেতা আল আফছার তামিমের (২৬) নিখোঁজ হন। দুইদিন নিখোঁজ থাকার পর সোমবার (২৭ জুন) সকালে মাওয়া ঘাটের জাজিরা পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আফছার তামিমের খালাতো ভাই রাফসান শরীফ ইমন।
আল আফছার তামিম চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা একে এম মজির উদ্দিনের ছেলে। তামিম চরফ্যাশন সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
জানা গেছে, শনিবার (২৫ জুন) দুপুরে আল আফছার তামিম ও চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সোহাগ, বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক শরিফ ইসলাম, চরফ্যাশনের যুবলীগ নেতা আসাদুজ্জামান খান মামুনসহ চরফ্যাশনের ৬ এবং অন্যান্য এলাকার ১৬ জন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানের জনসভা শেষে ঢাকায় যাওয়ার জন্য জাজিরা প্রান্ত থেকে মাওয়া ঘাটের উদ্দেশ্যে নদীপথে ট্রলারযোগে রওয়ানা করেছিলেন। নদীর মাঝপথে প্রবল স্রোত এবং ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়।
এ সময় অন্য ট্রলার ও স্পিডবোড এসে শরিফ ইসলাম সহ ২২ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)