Read more" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠিতে আদালতের বারান্দায় বিবাদীর হামলায় আহত দম্পতি


আমাদেরবরিশাল.কম

২৯ August ২০২২ Monday ৭:০৩:১৪ PM

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় জামিন পেয়ে বাদী ও তার স্বামীকে মারধর করে গুরুত্বর আহত করেছে আসামী পক্ষ।

আহত ঝালকাঠি সদর উপজেলার বারৈগাতী গ্রামের মোঃ আলমগীর হোসেন (৬০) ও তাঁরস্ত্রী মামলার বাদী হেলেনা বেগম(৪৫)।

হামলাকারী একই গ্রামের জামাল মোল্লা ও তার সঙ্গীরা।

রোববার বেলা সাড়ে ১২টায় এই ঘটনা ঘটেছে।

আহত আলমগীর হোসেন জানান, এই আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে এসে বারান্দায় বসে তাদের উপর হামলা চালায় ও কিল, ঘুষি মেরে তাদের আহত করে। এদেরকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে। বাদীদের সাথে বিবাদী জামাল মোল্লাদের সাথে জমি-জমা নিয়ে পূর্ব বিরোধ রয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।