AmaderBarisal.com Logo

আগৈলঝাড়ায় অবৈধ চায়না জালের কারণে হুমকির মুখে পরেছে দেশী প্রজাতির মাছ


আমাদেরবরিশাল.কম

৩১ আগস্ট ২০২২ বুধবার ৮:০৫:২৭ অপরাহ্ন

আগৈলঝাড়া (বরশিাল)প্রতিনিধিঃ 

উন্মুক্ত জলাশয়, বিলাঞ্চল ও খালে গুপ্ত ঘাতকের মতো অবৈধ কারেন্ট, চায়না দুয়ারী ও
ভেসাল জাল মাছ ধরার ফাঁদ হিসেবে ব্যবহার করে আসছে অসাধু মৎস্য শিকারীরা।
এতে হুমকির মুখে পরেছে দেশীয় প্রজাতির ছোট মাছসহ জীব-বৈচিত্র।

সরেজমিনে আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দেশীয়
প্রজাতির মাছ নিধনের জন্য খাল-বিলের মধ্যে নিষিদ্ধ কারেন্ট, চায়না-দুয়ারী,
ভেসাল জাল, বাঁশের চাটাইয়ের গড়ায় চাই-বাইন্না দিয়ে নিধন করা হচ্ছে দেশীয়
প্রজাতির মাছের পোনাসহ বিভিন্ন জলজ প্রানী।

অবৈধ জাল ব্যবহারের কারনে মাছের রেনু পোনা ধ্বংসের পাশাপাশি ৭০ প্রকার জলজ
প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে জীব-বৈচিত্র চরম হুমকি মুখে রয়েছে। পানিতে
বসবাসকারী ছোট ছোট প্রানীগুলোকে বড় প্রানীরা খেয়ে বেঁচে থাকে। এখন
ছোট প্রানীগুলো যদি ধ্বংস হয়ে যায় তাহলে বড় প্রানীগুলোও ধ্বংস হয়ে যাবে।
যার প্রভাব পরবে জনজীবনে। জীব-বৈচিত্র টিকিয়ে রাখতে হলে মানুষকে সচেতন
করে তুলতে হবে। এর জন্য যে আইন রয়েছে তৃণমূল পর্যায়ে সেই আইনের সঠিক
বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি অবৈধ জাল উৎপাদনকারী কারখানাগুলো ধ্বংস করা
হলে রক্ষা পাবে জীব-বৈচিত্র।

সচেতন নাগরিকদের মতে, দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রানী রক্ষায় আগৈলঝাড়া
উপজেলায় প্রতিনিয়ত অভিযান চালিয়ে কারেন্ট ও চায়না দুয়ারী জাল ধ্বংস করা
হলেও এর কোন প্রতিকার হচ্ছে না।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মৎস্য শিকারীদের
সচেতন করে তোলার পাশাপাশি নানামুখী পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ
রক্ষায় প্রতিটি উপজেলায় অভিযান পরিচালনার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।