AmaderBarisal.com Logo

পাথরঘাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা


আমাদেরবরিশাল.কম

১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার ৭:২৭:৫৮ অপরাহ্ন

পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি: 

বরগুনার পাথরঘাটায় পুলিশি পাহারা থাকার পরেও বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাথরঘাটা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে যাওয়ার পথে নেতাকর্মীদের ওপর এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন সকাল সাড়ে ৯টার দিকে পাথরঘাটা উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন ও কেক কেটে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে সকাল ৯টার দিকে পাথরঘাটা পৌর ও কলেজ ছাত্রলীগের এক অংশ বিএনপি দলীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। পরে পাথরঘাটা থানা পুলিশ ছাত্রলীগ নেতাকর্মীদের সরিয়ে দিয়ে বিএনপি দলীয় কার্যালয়ে সামনে অবস্থান নেয়।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, আমরা দলীয় কার্যালয়ে শান্তিপূর্ণভাবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছিলাম। এ সময় ছাত্রলীগের উশৃঙ্খল কিছু কর্মী আমাদের অফিসের হামলা চালায় ও নেতাকর্মীদের মারধর করে। পুলিশ তাদের সরিয়ে দিলেও তারা কয়েক দফা হামলা চালায়।

পাথরঘাটা পৌর ছাত্রলীগের সভাপতি শাহজাদা আহমেদ বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করার কারণ জানতেই আমারা সেখানে অবস্থান নেই। এর চেয়ে বেশি কিছু না।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বাংলানিউজকে জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যে কোনো ধরনের সহিংসতা নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপির অফিসের সামনে হাতাহাতির ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশ একপক্ষকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।