Read more" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠি কারাগারে হাজতির মৃত্যু


আমাদেরবরিশাল.কম

১৮ November ২০২৩ Saturday ৪:৫৩:১৮ PM

ঝালকাঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠি জেলা কারাগারে হত্যা মামলার আসামি মো. মতলেব মাঝি (৬৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৫টায় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানান ঝালকাঠি জেলা কারাগারের কারাধ্যক্ষ মো. আতিকুর রহমান।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মতলেব মাঝি নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের মৃত ছাদের মাঝির ছেলে। তিনি চলতি বছরের ২০ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে ছিলেন।

ঝালকাঠি জেলা কারাগারে সুপার আবদুল্লাহ ইবনে তোফাজ্জল জানান, বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।