Current Bangladesh Time
Tuesday December ১০, ২০২৪ ৯:০০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » বরিশাল ১ আসনে আওয়ামী লীগের একমাত্র প্রার্থী আবুল হাসানাত
২১ November ২০২৩ Tuesday ৫:০৬:২৫ PM
Print this E-mail this

বরিশাল ১ আসনে আওয়ামী লীগের একমাত্র প্রার্থী আবুল হাসানাত


নিজস্ব প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনটিতে গত তিন দিনে একটি মাত্র মনোনয়ন আবেদন ফরম বিক্রি হয়েছে। ফরম বিতরণ কার্যক্রমের তৃতীয় দিনে আসনটির বর্তমান সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ ফরম তুলেছেন।
তাছাড়া বরিশাল সদর-৫ আসনেও দলীয় মনোনয়ন চান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। এজন্য এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন আবেদন ফরম তুলেছেন তিনি। আগের দিন ঢাকা-১৩ আসনে মনোনয়ন ফরম তোলেন নানক।
এ নিয়ে বরিশাল সদর আসনে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে অনেকেই সোমবার মনোনয়নপত্র দাখিল করেছেন। বাকিরা আজ দাখিল করবেন বলে জানা গেছে।
এদিকে, দলীয় মনোনয়ন ফরম বিতরণের তৃতীয় দিনে বরিশাল বিভাগের ৬ জেলার ২১টি সংসদীয় আসনে আরও ৭৬টি আবেদন ফরম বিতরণ হয়েছে। এদের মধ্যে দুটি আসনে দুজন দুটি করে মনোনয়ন আবেদন ফরম তুলেছেন।
এ নিয়ে গত তিন দিনে বিভাগের ২১টি আসনে মোট ২৪১টি মনোনয়ন আবেদন ফরম বিতরণ হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ফর্ম বিক্রয় কমিটির সদস্য এ্যাডভোকেট বলরাম পোদ্দার।
তিনি জানিয়েছেন, আজ মঙ্গলবার মনোনয়ন ফরম বিতরণ ও জমা গ্রহণের শেষ দিন। বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীরা আবেদন ফরম সংগ্রহ এবং বিতরণ করতে পারবেন। পরবর্তীতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় নৌকা প্রতীকের প্রার্থী চ‚ড়ান্ত করা হবে।
বিভাগের সদর দপ্তর খ্যাত বরিশাল সদর-৫ আসন। এই আসনটি প্রার্থী মনোনয়ন নিয়ে বরাবরই আলোচনায় থাকে। এবারও তার কমতি নেই। বরং আগের চেয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে। কেননা আসনটিতে ইতিপূর্বে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও সদ্য সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে নিয়ে আলোচনা চললেও এখন নতুন যুক্ত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
তিনি সদর আসনে আবেদন ফরম তোলায় মনোনয়ন রাজনীতিতে নতুন সমিকরণ সৃষ্টি হয়েছে। তার ওপর আসনটিতে আরও একাধিক হেবিওয়েট নেতা মনোনয়ন ফরম তুলেছেন। তৃণমূল পর্যায়ে যাদের জনপ্রিয়তাও রয়েছে।
এরা হলেন- আওয়ামী লীগ নেতা মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, সদর উপজেলা চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এসএম জাকির হোসেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হেমায়েত উদ্দিন আহমেদের মেয়ে মোর্শেদা বেগম লিপি, মশিউর রহমান খান, আরিফিন মোল্লা ও সালাউদ্দিন রিপন।
এদের মধ্যে মাহাবুব উদ্দিন আহমেদ, সাইদুর রহমান রিন্টু ও এসএম জাকির হোসেন রয়েছেন আলোচনায়। জাহাঙ্গীর কবির নানক, জাহিদ ফারুক শামীম এবং সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র বিকল্প ভাবলে তাদের মধ্যে থেকেই মনোনয়ন চ‚ড়ান্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তৃতীয় দিনে আরও ফরম তুলেছেন যাঁরা:
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে একমাত্র মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফরম তুলেছেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহŸায়ক এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ। দুই ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দীন আবদুল্লাহ ও সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ তাদের বাবার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা, শের-ই-বাংলা একে ফজলুল হকের দৌহিত্র একে ফাইজুল হক রাজু, আবিদ আল হাসান ও আব্দুল হক মনোনয়ন নিয়েছেন। এ নিয়ে আসনটিতে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন ১৪ জন।
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন, মুলাদী উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু, জহির উদ্দিন, কিবরিয়া গোলাম মোহাম্মাদ ও চিত্র নায়ক মাসুদ পারভেজ রুবেল। এ নিয়ে আসনটিতে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন ১৩ জন। 
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য পংকজ নাথ, শাহে আলম ও মেজর (অব.) মহসিন শিকদার। এ নিয়ে আসনটিতে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন ৭ জন।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিশ্বাস মুতিউর রহমান, তারিক বিন ইসলাম ও সাইদুল হক। এ নিয়ে আসনটিতে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন ১১ জন। 
পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ, দুমকি ও সদর উপজেলা) আসনে বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, হারুন অর রশীদ হাওলাদার, খলিলুর রহমান, আশ্রাফ আলী, কাজী নজরুল ইসলাম ও নাজনীন নাহার। এ নিয়ে আসনটিতে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন ১৩ জন।
পটুয়াখালী-২ (বাউফল) আসনে বর্তমান সংসদ সদস্য আসম ফিরোজ, হাসীব আলম, খলিলুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান খান, ইসমত আরা হ্যাপি ও মোহাম্মদ মাহবুব আলম। এ নিয়ে আসনটিতে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন ১৩ জন। 
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে এসকান্দার আলী, মুহাম্মদ আরিফুর রহমান, জিএম কাওসারউল ইসলাম সোহেল, মো. শাখাওয়াত হোসেন, ইকবাল হোসেন ও মো. সাইফুল ইসলাম। এ নিয়ে আসনটিতে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন ২১ জন।
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙাবালী) আসনে মোহাম্মদ নাসির উদ্দিন, সৈয়দ আখতারুজ্জামান, সৈয়দ মশিউর রহমান, শামীম আলম সাইফুল, মোহাম্মদ রাশেদ, মো. শফিকুল আলম, গৌতম চন্দ্র হাওলাদার। এ নিয়ে আসনটিতে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন ১৯ জন।
ভোলা-১ (সদর) আসনে মাহাবুবুর রহমান হিরন। এ নিয়ে আসনটিতে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন মোট ৪ জন।
ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে মাহাবুবুর রহমান হিরন। এ নিয়ে আসনটিতে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন মোট ১২ জন।
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে তৃতীয় দিন নতুন করে কেউ মনোনয়ন ফরম না নেওয়ায় দুদিন আসনটিতে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ১৩ জনই রয়েছেন।
ভোলা-৪ (মনপুরা-চরফ্যাশন) আসনেও নতুন কেউ মনোনয়ন ফরম তোলেননি। ফলে দুদিন আসনটিতে মোট মনোনয়ন প্রত্যাশী ৮ জন।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে রফিকুল ইসলাম, কিশোয়ারা আকতার, আলমগীর হোসেন ও ইয়াসমিন আক্তার পপিসহ আসনটিতে মনোনয়ন প্রত্যাশী মোট ১০ জন।
ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে তৃতীয় দিন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী হয়েছেন মোট ৪ জন।
পিরোজপুর-১ (সদর উপজেলা, নেছারাবাদ ও নাজিরপুর) আসনে সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল, দীপ্তিষ চন্দ্র হালদার, এ.কে.এম আজিম, কমান্ডার (অব.) আহমেদ সাব্বির ও মাহাফুজা খাতুন। এ নিয়ে আসনটিতে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন মোট ১২ জন।
পিরোজপুর-২ (কাউখালী-ভাÐারিয়া-ইন্দুরকানী) আসনে এবিএম বায়েজীদ ও একেএম আজম খান। এ নিয়ে আসনটিতে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন মোট ১০ জন।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া উপজেলা) আসনে মো. আশরাফুর রহমান, মো. জসিম মাতুব্বর, তাজউদ্দীন আহমেদ, মেজবাহ উদ্দিন, রফি উদ্দিন আহম্মেদ ফেরদৌস, ইব্রাহীম, এসএম সরোয়ার জাহান ও এমদাদুল হক খান। এ নিয়ে আসনটিতে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন মোট ১২ জন।
বরগুনা-১ (আমতলি-তালতলি-সদর উপজেলা) আসনে মো. জাহাঙ্গীর কবির, শাহজাহান, আব্বাস হোসেন মন্টু, হুমায়ুন কবীর, মোসা. রোজিনা নাছরীন, মেহেরুন নেছা, মিহির কান্তি মজুমদার ও এলমান উদ্দিন আহমেদ। এ নিয়ে আসনটিতে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন মোট ২০ জন।
এছাড়া বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনে সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, মাহবুবুর রহমান, আমিনুল ইসলাম খান, হোসনেয়ারা রানী, নাসিমা ফেরদৌস। এ নিয়ে আসনটিতে মনোনয়ন প্রত্যাশী মোট ১২ জন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিউমোনিয়ায় শিশু মৃত্যু বেড়েছে ৬ গুণ
‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত
সয়াবিন তেলের দাম বাড়লো ৮ টাকা
আগামী ১ জানুয়ারি বয়স ১৮ হলে ভোটার করে নেবে ইসি
স্বৈরাচারের দোসররা দেশ থেকে পালিয়ে যায়নি: সেলিমা রহমান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com