" />
AmaderBarisal.com Logo

ধেয়ে আসছে ভয়াল সৌরঝড়, অকেজো হয়ে যেতে পারে জিপিএস-ইন্টারনেট সেবা


আমাদেরবরিশাল.কম

১ December ২০২৩ Friday ৩:৪৬:১৮ PM

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিরাট এক সৌরঝড়। এ নিয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ‘ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন’ (এনওএএ)।

সৌর ঝড় হল সূর্য থেকে নির্গত তীব্র ইলেক্ট্রোম্যাগনেটিক বিকিরণ, যা সূর্যের বায়ুমণ্ডল থেকে নির্গত হয়। এটি করোনাল ভর ইজেকশনের (সিএমই) কারণেও ঘটে।নাসার স্পেস ওয়েদার বিশেষজ্ঞ ড. তামিথা স্কভ বলছেন, প্রায় সাড়ে ৯ কোটি মাইল দূরে সূর্য থেকে ছুটে এসে পৃথিবীতে আছড়ে পড়বে সৌররশ্মিরা। পূর্বাভাস বলছে, যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শুক্রবার সকাল বা বৃহস্পতিবার রাতে পৃথিবীতে আছড়ে পড়তে এ বিরাট সৌরঝড়। এতে কেঁপে উঠবে পৃথিবীর চারপাশে থাকা চৌম্বক ক্ষেত্র। দুই মেরুতে উজ্জ্বল হয়ে উঠবে মেরুজ্যোতি।

এনওএএ জানায়, একটি করোনাল ভর ইজেকশন (সিএমই) হলো সূর্যের করোনা থেকে প্লাজমা এবং চৌম্বক ক্ষেত্রগুলির বৃহৎ নিঃসরণ।

কিছুদিন আগে সংস্থাটি আরও জানায়, সূর্যের পরিমণ্ডলে একটি ছিদ্র লক্ষ্য করা গেছে। সেই ফাটল পথেই প্রবল বেগে সৌরবায়ু ছিটকে পৃথিবীর দিকে ধেয়ে আসবে। এর প্রভাব পড়তে পারে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে।

এই সৌর ঝড়ে মানুষের স্বাস্থ্যগত কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এর কারণে রেডিও এবং জিপিএস সিগন্যাল বিঘ্নিত হতে পারে। এর পাশাপাশি ইন্টারনেটেও সমস্যা হতে পারে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।