সৈয়দ মুন্নাঃ ‘ কমিউনিটির আমন্ত্রণ, এইডস হবে নিয়ন্ত্রণ’ প্রতিপাদ্য নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস। এইডসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত কর্মসূচীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (০১ ডিসেম্বর) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলামে নেতৃত্বে র্যালীটি বেড় হয়। র্যালীটি হাসপাতাল এলাকা ও বান্দ রোড প্রদক্ষিণ করে পরিচালক কার্যালয় এসে শেষ হয়।
পরে সেখানে পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলামে সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, ডাঃ মোঃ বেজবাহ উল ইসলাম চৌধুরী, ডাঃ মাহিউর রহমান, ডাঃ তাহসিন আলম মাইম, ডাঃ আকাশ, ডাঃ জোবায়ের, ডাঃ সাইদুর রহমান, কেপি ইন্টারভেশন বরিশাল এর সাউটরিচ সুপারভাইজার আবু মোঃ আলী জাবেদ, এআরটি সেন্টারের কাউন্সিলর মোঃ আব্দুল মোমিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এইডসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৮৮ সাল থেকে সারা বিশ্বে আজকের দিনে দিবসটি পালন করা হয়ে থাকে। বাংলাদেশে প্রথম এইডস রোগী শনাক্ত হয় ১৯৮৯ সালে। বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশে আক্রান্ত কম হলেও ঝুঁকি বেশি।
কারণ পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমার এ রোগের উচ্চ ঝুঁকিতে রয়েছে। ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত এইচআইভি সংক্রমিত এক হাজার ১’শ জন শনাক্ত হয়েছেন।
দেশে অনুমিত এইচআইভি সংক্রমিত মানুষের সংখ্যা ১৪ হাজার ৫১৩ জন। এর মধ্যে এ বছর মৃত্যু হয়েছে ১২০ থেকে ১৩০ জনের। ২০২২ সালে মৃত্যু হয়েছিল ২৩২ জনের।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কক্ষ ভেঙে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নিলো সহপাঠীরা
ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে : পটুয়াখালীতে ইসি মাছউদ
বিসিসির আড়াই কোটি টাকার সিসি ক্যামেরা অন্ধ, ভরসা পুলিশের চোখে