বরিশাল মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ
২ December ২০২৩ Saturday ৫:৩৪:৫৬ PM
নগর প্রতিনিধিঃ বরিশাল মহানগর আওয়ামী লীগের কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর আওয়ামী লীগের একাংশ। শনিবার বেলা ১১টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের একাংশের নেতারা। মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট লস্কর নুরুল হক, মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম ও যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ অন্যান্যরা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||