পিরোজপুরে পাখি শিকার করতে গিয়ে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) জেলার নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে উড়িবুনিয়া গ্রামের একটি খালের পাড় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন উপজেলার বলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উড়িবুনিয়া গ্রামের আয়নাল হক মিয়ার ছেলে নাদিম (২৪) ও এমাম (২০)। সম্পর্কে তারা আপন ভাই।
স্থানীয় ইউপি সদস্য মো. মিজানুর রহমান বলেন, নাদিম এবং এমাম শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে পাখি শিকার করতে বাড়ি থেকে বের হন। পরে স্থানীয় উড়িবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ছোট খালের পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় পাড়ের জমিতে স্থানীয় কৃষক রিপন মিয়া ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। এ সময় তারা বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে শনিবার সকালে স্থানীয়রা জমির পাশে খালের পাড়ে দুই ভাইয়ের মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। তাদের বাবা আয়নাল হক একজন দিনমজুর। নিহত নাদিম এক সন্তানের জনক।
নিহতদের বাবা জানান, তার দুই ছেলে শুক্রবার রাতে পাখি শিকার করতে বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসেনি। সকালে স্থানীয়রা তাদের মরদেহ খালের পাড়ে পরে থাকতে দেখে তাদের খবর দেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম আটক
শেখ হাসিনার নতুন ফোনালাপ ফাঁস, নিজেকে প্রধানমন্ত্রী দাবি
ঝালকাঠিতে আমুসহ ৪১ জনের নামে দ্রুতবিচার আইনে মামলা
তিন ভাই ও ভাগ্নেসহ বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলমের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যা চেষ্টার মামলা
বরিশালে পোস্টাল আবাসিক এলাকা থেকে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার